Advertisement
Advertisement
storm dancer

প্রবল ঝড়বৃষ্টির মধ্যে ছাদের উপর ‘সামুরাই ড্যান্স’, ভাইরাল ভিডিও

মিজোরামের বাসিন্দা ওই যুবকের নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা।

Mizoram's storm dancer sheds MJ's groove for some samurai action
Published by: Soumya Mukherjee
  • Posted:April 26, 2020 7:23 pm
  • Updated:April 26, 2020 7:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে দেশজুড়ে লকডাউন জারি করেছে কেন্দ্র। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া সেই লকডাউন অতিক্রম করেছে একমাস। এর ফলে মানসিক অবসাদ কাটাতে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও দেখে ও পোস্ট করে আনন্দ পাওয়ার চেষ্টা করছেন অনেক মানুষ। এবার সেই রকমের একটি ভিডিও ইনস্ট্রাগ্রামে পোস্ট করে নেটিজেনদের মুগ্ধ করলেন মিজোরামের এক যুবক। প্রবল ঝড়বৃষ্টির মধ্যে তাঁর এই অভিনব নাচ থেকে অবাক হয়েছেন সকলে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

After watching a Samurai movie. Getting ready for the apocalypse • Lockdown almost over. Stay strong people. Have a safe weekend. • 🎥: @_clareyyy #samurai#cyclone#mizoram#quarantine#ibuki#yoshidabrothers#taskforce • •Music : Ibuki – Yoshida Brothers

Advertisement

A post shared by Jeremy L Ralte (@jeremy.l.ralte) on

জেরেমি রাল্টে নামে ওই যুবকের পোস্ট করা ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখে যাচ্ছে, চারিদিকে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই একটি বাড়ির ছাদে ভিজতে ভিজতেই সামুরাই ড্যান্স করছেন ওই যুবক। ঝড়ের প্রবল বেগের কারণে পড়ে গেলেও নিমেষে ফের উঠে ছাদের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নেচে বেড়াচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছে যেন প্রলয় নাচন শুরু করেছেন দেবাদিদেব মহাদেব। শনিবার ভিডিও পোস্ট করে ক্যাপশনে জেরেমি লিখেছেন, সামুরাই যোদ্ধাদের নিয়ে একটি সিনেমা দেখার পর তাঁদের অনুকরণের চেষ্টা করলাম। লকডাউন উঠতে আর বেশিদিন নেই। শক্তিশালী থাকুন এবং একটি নিরাপদ উইকএন্ড কাটান।

[আরও পড়ুন: দূরত্ব বজায় রেখে ধরা যাবে অপরাধী! অভিনব পদ্ধতিতে লকডাউন ভঙ্গকারীদের গ্রেপ্তার পুলিশের ]

কিছুদিন আগে প্রবল বৃষ্টির মধ্যে মুনওয়াকের ভিডিও এবং তার আগে মাইকেল জ্যাকসনের ‘আর্থ সং’-এর সঙ্গে নেচে স্যোশাল মিডিয়াতে ভিডিও পোস্ট করেছিলেন জেরেমি। যা দেখে মিজোরামের ওই যুবকের প্রশংসা পঞ্চমুখ হয়েছিলেন নেটিজেনরা। সামুরাই ড্যান্সের ভিডিওর ক্ষেত্রেও একই ঘটনা ঘটল।

[আরও পড়ুন: গেঞ্জি পরে অনলাইন শুনানিতে হাজির, আইনজীবীর কাণ্ড দেখে রেগে আগুন বিচারপতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement