সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তায় লাগানো বড় হোডিং। হুড খোলা জিপে মালা পরিয়ে ঘোরানো হচ্ছে তাকে। ‘প্রিয়, বিশ্বস্ত, হিংস্র লুডো ভাইয়ের’ জন্মদিন পালনে মেতেছেন একদল তরুণ। এই ‘লুডো ভাই’ মানুষ নয়। সে পথকুকুর। তাকে মজা করে হিংস্র বলা হলেও ভাইরাল হওয়া ভিডিওতে তা মনে হয়নি। আতশবাজি জ্বালানোর সময় বরং ভয় পেয়েছে। বাকি সময় জিপে বসে চোখ বড় বড় তাকিয়ে থেকেছে। চেটেপুটে খেয়েছে নিজের জন্মদিনের কেক।
ভাইরাল হওয়া ভিডিওটি মধ্যপ্রদেশের দেওয়াসের। সেখানে দেখা গিয়েছে, আদরের লুডো ভাইয়ের জন্মদিন পালনে একতিত্র হয়েছেন তরুণের দল। জিপে বসানো হয়েছে সারমেয়কে। গলায় পরানো মালা। আনা হয়েছে কেক। লুডো ভাইকে নিয়ে ব্যস্ত সকলে। মন ভালো করা এই ভিডিওটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
View this post on Instagram
সেখানে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা আমার কাছে দিনের সেরা ভিডিও। মন খুশি করে দিল। আমি লেখার শব্দ হারিয়ে ফেলেছি। যাঁরা এই আয়োজন করেছেন সাবইকে স্যালুট।” আরেকজন লিখেছেন, “আমার মন খুশি হয়ে গেল।” যাঁরা এই কাজ করেছেন তাঁদের ভাবনাকে সাধুবাদ জানিয়েও সর্তকবার্তা দিয়েছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন, “এটা খুব সুন্দর মুহূর্ত। তবে সাধারণ কেক কুকুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই বিষয়টিও খেয়াল রাখা হোক।” যাকে নিয়ে এত উন্মাদনা সেই লুডো ভাই কিন্তু তারিয়ে তারিয়ে উপভোগ করেছে প্রতিটি মুহূর্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.