Advertisement
Advertisement

Breaking News

Kohinoor

এবার নিশ্চিত ভাবেই ভারতে ফিরছে কোহিনুর! ভাইরাল নেটিজেনের ‘মাস্টারপ্ল্যান’

এই প্ল্যানে সক্রিয় ভুমিকা থাকবে ঋষি সুনাকেরও।

Masterplan to return kohinoor to India, Harsh Goenka tweet goes viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 27, 2022 1:38 pm
  • Updated:October 27, 2022 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন ঋষি সুনাক (Rishi Sunak)। নেট দুনিয়ায় অজস্র মিম ছড়িয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেটার আশিস নেহরার সঙ্গে ঋষির মুখের মিল নিয়ে বহু আলোচনা হয়েছে নেটিজেনদের মধ্যে। এবার ভারতে ফিরিয়ে দেওয়া হোক কোহিনূর (Kohinoor), এই দাবিও উঠেছে নানা মহল থেকে। সব মিলিয়ে, এবার নিশ্চিত ভাবে ভারতে ফিরে আসতে চলেছে কোহিনুর। কারণ, এই মহামূল্য হিরে ভারতে ফিরিয়ে আনার মাস্টারপ্ল্যান তৈরি করে ফেলেছেন আমজনতা। শুধু তাই নয়, আমজনতার এই পরিকল্পনায় পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও।

টুইট করে এই মাস্টারপ্ল্যানের কথা জানিয়েছেন গোয়েঙ্কা নিজেই। তাঁর এক বন্ধুই কোহিনুর ফেরাতে সমস্ত পরিকল্পনা কষে ফেলেছেন। ঠিক কী কী করলেই ভারতে ফিরে আসবে কোহিনুর? বিশদে জানিয়েছেন হর্ষ। প্রথমে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ করতে হবে। তারপরে বেঙ্গালুরুতে নিজের শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাবেন সুনাক। সেই সময়ের মধ্যেই ওস্তাদের মার দিতে হবে। কারণ বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামে আটকে পড়ে দীর্ঘক্ষণ গাড়ি থেকে বেরতে পারবেন না ঋষি। তখনই কিডন্যাপ করে নিতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

Advertisement

[আরও পড়ুন: ঝরঝরে বাংলায় কথা বলছেন কোরিয়ান তরুণী, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

কিন্তু বেঙ্গালুরুর জ্যামের সঙ্গে কোহিনুর ফেরানোর কি সম্পর্ক? এখানেই কাজে লাগবে ক্রিকেটার আশিস নেহরাকে (Ashish Nehra)। অবিকল ঋষির মতো দেখতে লাগে তাঁকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে তাঁকেই বসিয়ে দেওয়া হবে। কেউ চিনতে পারবে না। তারপর তো আর কোনও সমস্যা নেই। ব্রিটেনে গিয়ে কোহিনুর ফেরানোর সমস্ত নথিপত্রে সই করে দেবেন ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী’। পাকাপাকিভাবে ভারতে ফিরে আসবে কোহিনুর। তবে অনেকের মতে, সুনাককে কিডন্যাপ করার কোনও দরকারই নেই। কারণ বেঙ্গালুরুর ট্রাফিকে যতক্ষণ সময় লাগে, তার মধ্যে ব্রিটেনে গিয়ে সমস্ত কাগজে সই করে ফিরে আসবেন নেহরা।

হর্ষের এই টুইটের পরে চুপ করে থাকেননি নেটিজেনরাও। কীভাবে এই প্ল্যানকে আরও সফল করে তোলা যায়, তা নিয়ে মতামত দিয়েছেন সকলে। তবে আশিস নেহরা মুখ খুললেই সমস্ত প্ল্যান ভেস্তে যাবে, এমন আশঙ্কাও করেছেন নেটিজেনরা। কারণ ব্রিটিশ উচ্চারণে ইংরাজি বলতে পারবেন না তিনি। তবে অধিকাংশের মতে, এমন সুন্দর প্ল্যান প্রকাশিত হয়ে গেল, তাই এভাবে কোহিনুর ফিরিয়ে আনা যাবে না। 

[আরও পড়ুন:তরুণীকে কুপিয়ে জ্যান্ত কবর দিয়েছিল স্বামী, প্রাণ বাঁচাল অ্যাপেল স্মার্টওয়াচ!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement