সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি নয়, মহারাষ্ট্রের তিনটি গ্রামে সেলুনের ব্যবসা চৌপাট হওয়ার জোগাড়! বুলধানা জেলার ওই তিন গ্রামের অধিবাসীদের বাবরি চুল হুড়মুড় করে পড়ে যাচ্ছে। টাক পড়ে যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো, মহিলা থাকে পুরুষ সকলের! হঠাৎ কী এমন ঘটল? ইতিমধ্যে আসরে নেমেছে প্রশাসন। বিশেষজ্ঞদের অনুমান, জলেই রয়েছে ‘ভূত’। ইতিমধ্যে তিন গ্রামের জলের নমুনা পরীক্ষার জন্যে পাঠানোও হয়েছে।
শেগাঁও তহশিলের ওই তিনটি গ্রাম হল বোরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা। স্থানীয়রা বলছেন, গত কিছুদিন ধরেই আতঙ্কের অবস্থা চলছে। ছেলে হোক বা মেয়ে, এক সপ্তাহের মধ্যে টাকা পড়ে যাচ্ছে! চুলে হালকা টান পড়লেই গোছা গোছা চুল উঠে আসছে হাতে, মাথার মাঝে চুল পড়ে ফাঁকা স্টেডিয়াম! এমন কাণ্ডের ভিডিও ছড়িয়েছে সমাজমাধ্যমেও। স্বভাবতই স্থানীয়দের ঘুম ছুটেছে। এই অবস্থায় জেলা স্বাস্থ্য আধিকারিকরা তিনটি গ্রামে এসে খোঁজ খবর করেন।
স্বাস্থ্য আধিকারিকরা জানান, বোরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনার অন্তত ৫০ জন চুল পড়ার সমস্যায় ভুগছেন। রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় জলের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকার বলছেন, দুষণের জেরেও চুল পড়তে পারে। যদিও সবটাই অনুমানের স্তরে রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.