প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। একথা রবীন্দ্রনাথ কবেই বলে গিয়েছেন। সেখানে কে কীভাবে ধরা পড়বে তা আন্দাজ করাই মুশকিল। কিন্তু বিহারের (Bihar) খাগারিয়া জেলায় যা ঘটল তেমন ‘লাভ স্টোরি’ সিনেমার গল্পকেও হার মানায়। দুই নারী বিয়ে করলেন একে অপরের স্বামীকে। দু’জনের নামই রুবি দেবী! নামের মতো তাঁদের ভাগ্যও জড়িয়ে গেল এক সুতোয়!
ঠিক কী ঘটেছে? পসরাহা গ্রামে থাকতেন নীরজকুমার সিং ও রুবি দেবী। ২০০৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের চারটি সন্তান। সব দিব্যি চলছিল। আচমকাই রুবি দেবী পড়লেন একই গ্রামের মুকেশকুমার সিংয়ের প্রেমে! মুকেশও বিবাহিত। তাঁর সন্তান দু’টি। ধীরে ধীরে সম্পর্ক এমনই ঘনীভূত হল, তাঁরা পালিয়ে গেলেন। গত বছরের ৬ ফেব্রুয়ারি ঘর বাঁধলেন মুকেশ-রুবি।
কাকতলায়ী ভাবে মুকেশের প্রথম স্ত্রীর নামও রুবি। স্বামীর এমন কাণ্ডে তিনি কার্যতই ভেঙে পড়েন। এদিকে নীরজও মুকেশের নামে তাঁর স্ত্রীকে অপহরণের অভিযোগ করলেন থানায়। এর মধ্যেই তাঁর হাতে এল মুকেশের স্ত্রী রুবির ফোন নম্বর। তিনি ফোন করেন তাঁকে। ক্রমে তাঁদের মধ্যেও প্রেম ঘনিয়ে ওঠে। মদনদেবের বাণের ঘায়ে কাহিল হয়ে গত ১৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসে পড়েছেন তাঁরাও। স্বাভাবিক ভাবেই এমন অভিনব প্রেমকাহিনি শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। দুই রুবির পরস্পরের প্রেমে পড়ার এই ঘটনা ভাইরাল হতে সময় নেয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.