Advertisement
Advertisement

শাড়ি পরেই অংশগ্রহণ ম্যারাথন দৌড়ে, নজির এই ভারতীয় নারীর

কেন এমন কাজ করলেন ইনি? জানলে কুর্নিশ জানাতে বাধ্য হবেন।

Marathoner Jayanthi Kumar Sampath finishes race in saree
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2017 12:43 pm
  • Updated:October 4, 2019 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় নারীর অঙ্গে শাড়ি মানেই আলাদা আভিজাত্য। তবে আভিজাত্যের পোশাকে দৈনন্দিন কাজ করা বড়ই শক্ত। যাঁরা পরেন তাঁদের অধিকাংশই জানেন অঙ্গে শাড়ি জড়িয়ে আজকালকার রাস্তায় হাঁটা কতটা বিপজ্জনক। ছোটখাটো কাজ অবশ্য করে নেওয়া যায়। শাড়ি পরে হাঁটা-চলাতেও তেমন অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু শাড়ি পরে কি ম্যারাথনে দৌড়ানো সম্ভব? জয়ন্তী সম্পত কুমারের পক্ষে অন্তত সম্ভব। আর এমন কঠিন কাজ অতি সহজেই করে দেখিয়েছেন এই ভারতীয় নারী। প্রায় ২০,০০০ প্রতিযোগীর সঙ্গে পাল্লা দিয়ে ৪২ কিলোমিটার পথ শাড়ি পরেই অতিক্রম করেছেন তিনি। শাড়ি পরেই লড়েছেন গতির সঙ্গে। আর ছুঁয়েছেন ফিনিশিং লাইন।

[পড়তে বসে নির্যাতনে নাজেহাল, এই শিশুর পরিচয় জানেন?]

Advertisement

সিন্থেটিকের বাজারে পিছিয়ে পড়ছে ভারতের কুটিরশিল্প। কমছে তাঁতের কদর। শাড়ি পরাতেও অনীহা দেখা যাচ্ছে আজকের প্রজন্মের মধ্যে। এই উৎসাহ ফিরিয়ে আনতেই শাড়ি পরে ম্যারথনে দৌড়ানোর সিদ্ধান্ত নেন হায়দরাবাদের মহিলা। শাড়ি পরা মহিলার দৌড় দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিলেন ম্যারাথন-স্থলে। কেউ কেউ আবার জয়ন্তীর উদ্যোগকে স্বাগত জানানোর জন্য ধুতিও পরে এসেছিলেন।

ফের এভাবেই শাড়ি পরে দৌড়তে চান জয়ন্তী। এবার তিনি গিনেস বুকে নাম তুলতে চান। শাড়ি পরে দৌড়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড পেতে চান হায়দরাবাদের মহিলা। তবে এর জন্য প্রয়োজন ডাক্তারের ফিট সার্টিফিকেট। তা জোগাড় করার জন্য উঠেপড়ে লেগেছেন জয়ন্তী। নতুন করে শুরু করেছেন প্র্যাকটিস। শাড়ি পরেই অসাধ্য সাধন করতে হবে তাঁকে। এই মর্মেই যেন নিয়েছেন শপথ।

[শুধু নেতা-আমলাদের বাড়িতেই হানা দেয় এই ‘শৌখিন’ চোর!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement