Advertisement
Advertisement

Breaking News

Manohari Gold Tea

OMG! মাত্র এক কেজির দাম এক লক্ষ ছুঁইছুঁই! নিলামে রেকর্ড অসমের চায়ের

কেন এত দাম, জানেন।

Manohari Gold Tea of Assam sets record, sells for a whopping Rs 99,999 per kg | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 14, 2021 10:00 pm
  • Updated:January 20, 2022 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে চা অনেকেই কিনে থাকেন। তার জন্য বেশি দামও দেন। তা বলে এক কেজি চায়ের দাম প্রায় ১ লক্ষ টাকা! হ্যাঁ, ঠিকই পড়ছেন এবং ঠিকই লেখা হচ্ছে। নিলামে ৯৯, ৯৯৯ টাকায় (এক কেজি) বিক্রি হয়েছে অসমের মনোহারি গোল্ড টি (Manohari Gold Tea)।  

 

Advertisement

অসমের ডিব্রুগড়ে রয়েছে মনোহারি টি এস্টেট। সেখানেই তৈরি হয় এই হ্যান্ডমেড টি (Assam Tea)। উৎকৃষ্ট মানের এই চা নাকি পাতা থেকে তৈরি হয় না।  চায়ের কুঁড়ি থেকে তৈরি করা হয়। স্বাদে উত্তম এবং স্বাস্থ্যকরও বটে। স্বাস্থ্য সচেতন মানুষজনই মনোহারি গোল্ড টি কিনে থাকেন। ৯৯, ৯৯৯ টাকায় এই বিশেষ চা কিনেছে গুয়াহাটির চায়ের পাইকারি ব্যবসার নামকরা সংস্থা সৌরভ টি ট্রেডার্স (Saurav Tea Traders)। নিলামে তাদের পক্ষ থেকেই সবেচেয়ে বেশি মূল্য অফার করা হয়। 

 

[আরও পড়ুন: লোহার রেঞ্জের উপর দাঁড়িয়ে আস্ত সিলিন্ডার! বিজ্ঞানের জোরেই রেকর্ড গড়লেন অধ্যাপক]

গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশনের (GTABA) সম্পাদক দীনেশ বিহানির দাবি, ভারতীয় চা বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে মনোহারি গোল্ড টি। ভবিষ্যতে অসমে আরও এই ধরনের বিশেষ চা উৎপন্ন হোক। পাশাপাশি সাদা চা, ওলং টি, গ্রিন টি, হলুদ চায়ের মতো প্রোডাক্টও তৈরি হোক।  যাতে অসমের চায়ের ব্যবসা আরও উন্নত হয়। সে রাজ্যের চায়ের গুণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 

 

এই প্রথম নয়, এর আগেও অনেক দামে অসমের বিশেষ চা বিক্রি হয়েছে। শোনা যায়, ডিকম টি এস্টেটের গোল্ডেন বাটার ফ্লাই চা প্রতি কেজি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল নিলামে। এমন বিশেষ চায়ের চাহিদা প্রচুর রয়েছে। তবে উৎপাদন বেশ অল্প হয়। তবে প্রতি বছরই বিরল চায়ের উৎপাদন বাড়ানো চেষ্টা করা হয়।  

[আরও পড়ুন: OMG! বর-কনে সমেত ভেঙে পড়ল জমকালো বিয়ের অনুষ্ঠান মঞ্চ, ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement