সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিপিই কিট (PPE kit) পরা চেহারা মানেই ব্যস্তসমস্ত ডাক্তার কিংবা স্বাস্থ্যকর্মী। অতিমারীর শুরু থেকেই এই ধারণা আমাদের মাথার মধ্যে গেঁথে আছে। যদিও অন্য ক্ষেত্রেও এর ব্যবহার হতে দেখা গিয়েছে। কিন্তু তা বলে পিপিই কিট কি হয়ে উঠতে পারে চোরের (Thief) পোশাক? বলা ভাল নিজেকে লুকিয়ে রাখার অব্যর্থ সরঞ্জাম! এক ভাইরাল ভিডিওয় (Viral video) দেখা মিলেছে এমনই এক নিশিকুটুম্বর। রাতের গোপনে গ্যাস কাটার ও দড়ি নিয়ে তার অভিযান চমকে দিয়েছে নেটিজেনদের।
নয়াদিল্লির কালকাজি বেশ সম্ভ্রান্ত এলাকা। সেখানকার এক তিনতলা জুয়েলারি শোরুমেই হানা দিয়েছিল সে। এমনিতে পেশায় ইলেকট্রিশিয়ান হলেও ওসব ছেড়ে মাথায় চুরির মতলব নিয়ে চোর বাবাজি হাজির হয় ওই শোরুমে। মঙ্গলবার প্রায় সারা রাত ধরেই সে ছিল সেখানে। সব মিলিয়ে ১৩ কোটি টাকা মূল্যের ২৫ কেজি সোনা চুরি করে ভোরের দিকে চম্পট দেয়।
दिल्ली के कालका जी इलाके में हुई 25 किलो सोने की चोरी के आरोपी को @CPDelhi के @DCPSEastDelhi ने महज़ 48 घंटों में गिरफ्तार कर लिया। @indiatvnews #CCTV pic.twitter.com/FL1749MnFW
— Sonu Kumar🇮🇳 (India TV) (@Sonu_indiatv) January 21, 2021
দক্ষিণপূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আরপি মীনা জানিয়েছেন, বুধবার সকালে শোরুমে এসে মাথায় হাত পড়ে যায় মালিকের। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশ শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠে পিপিই পরা চোর দেখে। দেখা যায় রাত ৯টা ৪০ থেকে ভোররাত ৩টে ৫০ পর্যন্ত ওই শোরুমে ছিল অভিযুক্ত। তবে এত করেও নিস্তার মেলেনি। দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে চোর বাবাজীবনকে। তদন্তে নেমে সবকিছু খতিয়ে দেখার পরে ক্রমে সন্দেহভাজনদের তালিকায় উঠে আসে অভিযুক্তেরও নাম। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের নামে মামলা রুজু করে পরবর্তী তদন্ত শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.