সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমে পড়লে মানুষ কত কী-ই না করে৷ ভালবাসার মানুষকে মনের কথা জানানোর জন্য চিঠি লেখা থেকে শুরু করে মেসেজ চালাচালি – এ তো নতুন কিছুই নয়৷ কোনও মানুষ যদি আরও বেশি রোম্যান্টিক হন, তবে হাঁটু মুড়ে গোলাপ হাতে প্রেমের প্রস্তাব দেবেন৷ এ পর্যন্ত দেখা, জানা আছে৷ ভালবাসার মানুষের মন জয় করার নানা পদ্ধতি বন্ধুমহলে খ্যাতি পায় ঠিকই৷ তবে তা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে, এমনটা হয়নি কখনও৷ এবার জাপানের টোকিওর এক যুবক শুধুমাত্র প্রেমপ্রস্তাব দিয়েই গড়লেন বিশ্বরেকর্ড৷ পেলেন সেরার শিরোপা৷
দীর্ঘদিন ধরে এক কন্যা চিনের ইয়াসুশি ইয়াসান তাকাহাশির মনের মধ্যে বসত করছিলেন৷ কিন্তু কীভাবে বলবেন তাঁকে মনের কথা, সে চিন্তাতেই একের পর এক দিন কেটে যায়৷ বরং আরও নির্দিষ্ট করে বললে, প্রায় দশ বছর কেটে যায়৷ আর পাঁচজনের মতো ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গিয়ে বা গোলাপ ফুল হাতে দিয়ে মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়ার পক্ষপাতী ছিলেন না ইয়াসুশি৷ এক্কেবারে মৌলিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী তিনি৷ সেই ভাবনাচিন্তা থেকেই গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই যুবক৷ জাপানের টোকিওর বাসিন্দা বিশেষ রাস্তা চেনেন না ঠিকই৷ তবে তাঁর ভরসা ছিল গুগল আর্থ৷ তার সাহায্যে একটি আস্ত মানচিত্র তৈরি করেন ইয়াসুশি৷ সেই মতো নির্দিষ্ট জায়গা চিহ্নিত করতে করতে জাপানের উপকূলবর্তী এলাকা দিয়ে প্রায় সাত হাজার কিলোমিটার যাত্রা করেন প্রেমে পাগল যুবক৷ গুগল আর্থের সাহায্যেই তৈরি করে ফেলেন নজরকাড়া ‘ম্যারি মি’ নকশা, যা মনকাড়াও বটে৷
গুগল আর্থের মাধ্যমে ‘ম্যারি মি’ নকশা দেখে তো তাজ্জব তরুণী৷ এমনভাবে যে প্রেমিক হৃদয় হরণ করতে চান, তাঁকে অবজ্ঞা করার সাধ্য কার? তাই তো দশ বছরের অপেক্ষার পর এক মুহূর্তের মধ্যেই তরুণকে কাছে টেনে নেন তরুণী৷ এতদিন একতরফা হলেও, মন দেওয়া নেওয়া হয়ে গেল এক নিমেষেই৷ প্রেমিকার পাশাপাশি গুগলেরও মন জয় করে ফেলেছেন ইয়াসুশি ইয়াসান তাকাহাশি৷ দীর্ঘতম জিপিএস ড্রয়িংয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.