Advertisement
Advertisement
Delhi

পাঁচতারা হোটেলে ঘরভাড়া নিয়ে ২ বছর, বিপুল অঙ্কের বিল না দিয়েই গায়েব প্রতারক!

হোটেল কর্তৃপক্ষের মাথায় হাত।  

Man stays at Delhi 5-star for 2 years and checks out without paying Rupees 58 lakh bill | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 21, 2023 2:07 pm
  • Updated:June 21, 2023 6:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার শিকার হল দিল্লির (Delhi) একটি পাঁচতারা হোটেল। রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ওই হোটেলে ঘর ভাড়া নিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে একটানা দুই বছর ছিলেন। মোট বিল হয় ৫৮ লক্ষ টাকা। অভিযোগ, তা না দিয়েই হোটেল থেকে গায়েব জালিয়াত। এই ঘটনায় মাথায় হাত পড়েছে পাঁচতারা হোটেল কর্তৃপক্ষের। পুলিশ অভিযোগ দায়ের করেছে তারা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অ্যারোসিটিতে রোসেট হাউস নামের ওই বিলাসবহুল হোটেল অবস্থিত। প্রতারণার ঘটনায় বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছে হোটেল কর্তৃপক্ষ। অভিযুক্ত ব্যক্তির নাম অঙ্কুশ দত্ত। ঘর ভাড়া নিয়ে ৬০৩ দিন হোটেলে ছিলেন তিনি। বিল হয় ৫৮ লক্ষ টাকা। যা না দিয়েই হোটেল ছাড়েন বলে অভিযোগ। হোটেলের তরফে বিনোদ মালহোত্রা জানিয়েছেন, বিরাট বিল হলেও এক পয়সা শোধ করেননি অভিযুক্ত। এই ঘটনায় জড়িত বেশ কয়েকজন হোটেল কর্মী। তাদের সাহায্য ছাড়া এই কাজ সম্ভব ছিল না। 

Advertisement

[আরও পড়ুন: গৃহহীন মহিলাদের দেখে হাসি! প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মহারাষ্ট্রের মহিলা বিধায়কের]

হোটেল কর্তৃপক্ষের এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, একটানা এতদিন থাকার নিয়ম নেই অতিথিদের। বেশ কয়েকজন হোটেল কর্মীর দুর্নীতির ফলেই এমনটা সম্ভব হয়েছে। যাঁদের অন্যতম ফ্রন্ট অফিস বিভাগের প্রধান প্রেম প্রকাশ। হোটেলের সফটওয়্যার গোলমাল পাকিয়ে ভুয়ো এন্ট্রি করে বিষয়টি চালানো হয়েছে। সম্ভবত অঙ্কুশের থেকে টাকা খেয়েই এই কাজ করেছিলেন প্রেম প্রকাশ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালের ৩০ মে নিয়ম মতো হোটেলে চেক ইন করেন অঙ্কুশ দত্ত। পরদিনও চেক আউট করার কথা ছিল তাঁর। যদিও ২০২১ সালের ২২ জানুয়ারি হোটেল ছাড়েন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ, বদলা নিতে পরিবারের সবাইকে খুন! শেষে নিজেও আত্মঘাতী যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement