Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

ব্যস্ত রাস্তায় ছুটছে এক চাকার ইউনিসাইকেল! নেটদুনিয়ায় ভাইরাল যুবকের অভিনব যান

রাস্তা দিয়ে যাওয়া অন্য যাত্রীরা সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

Man rides unicycle through traffic in Bengaluru
Published by: Subhankar Patra
  • Posted:March 2, 2025 4:27 pm
  • Updated:March 2, 2025 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ততম সময়। তীব্র গতিতে ছুটছে আশেপাশের গাড়ি। মাঝে মধ্য়ে আবার যানজট। তার মাঝে এক চাকার সাইকেল নিয়ে ছুটছেন যুবক! এই দৃশ্য দেখা গিয়েছে বেঙ্গালুরুর রাস্তায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবক মাথায় হেলমেট পড়ে ইলেকট্রিক যানটি চালিয়ে যাচ্ছেন। ট্রাফিক সিগন্যালে সংকেত পেয়ে পাশ থেকে হুশ, হুশ করে গাড়ি ছুটছে। চলছেন যুবকও। রাস্তা দিয়ে যাওয়া অন্য যাত্রীরা সেই ভিডিও করে সামাজিক মাধ্যমে দেওয়াতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Advertisement

তবে এই ভিডিও দেখার পর দু’ভাগে ভাগ হয়ে গিয়েছেন নেট নাগরিকরা। একাংশের দাবি, নতুন চিন্তা ভাবনার জন্য যুবককে কুর্নিশ। কারও দাবি, এটাই আমাদের ভবিষ্যৎ। অন্য অংশ দাবি করছেন একদম বোকার মতো সিদ্ধান্ত। সামনে হঠাৎ কোনও মুখ খোলা ম্যানহোল এসে গেলেই কেল্লাফতে! কারও কারও দাবি, ভাইরাল হওয়ার জন্য যুবক ভেলকি দেখাচ্ছেন যুবক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bengaluru visuals (@bengaluru_visuals)

ভিডিওর নিচে এক নেটপাড়ার বাসিন্দা লেখেন, ‘নতুন কিছু করার মধ্যে ঝুঁকি থাকবেই। যুবক সেই ঝুঁকি নিয়েছেন।’ আরেকজন এই ইলেকট্রিক বাহন দেখে কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই যানটি আমাজন, ফ্লিপকার্ট কোথা থেকে কিনতে পারব।’ প্রশংসা পাওয়ার পাশাপাশি অনেকের কটাক্ষের মুখে পড়ছেন যুবক। একজন লিখেছেন, ‘ছেলেটি আগামী বছর নিজে গন্তব্যে পৌঁছবেন।’ আরেকজনের মন্তব্য, ‘একটি খোলা ম্যানহোলের সামনে পড়লে আমরা অন্য একটি ভিডিও দেখতে পারব।’ তবে নেটপাড়া যতই দ্বিধাবিভক্ত হোক দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে ভিডিওটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub