Advertisement
Advertisement

Breaking News

Traffic fine

OMG! স্ত্রীর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রেমিকার ট্রাফিক ফাইন মেটালেন যুবক, তারপর… ?

ঘটনায় হতবাক পুলিশও।

Man Pays Girlfriend’s Traffic Fines with Wife’s Credit Card, Gets Caught | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 29, 2021 4:13 pm
  • Updated:January 29, 2021 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া প্রেম। ক্ষণিকের ভুলে ফাঁস হয়েই যেতে পারে গোপন কথা। আর তখনই পড়তে হয় বিপাকে। ঠিক যেমনটা হয়েছে সৌদি আরবের (Saudi Arabia) এক যুবকের সঙ্গে। প্রেমিকা ট্রাফিক আইন ভাঙায় জরিমানা হয়েছিল। সেই জরিমানা মেটাতে স্ত্রীর ক্রেডিট কার্ডই ব্যবহার করলেন তিনি। আর এরপরই হাটে হাঁড়ি ভাঙল। প্রকাশ্যে চলে এল তাঁর কীর্তি। যা শোনার পর অনেকেই চমকে গিয়েছেন।

সম্প্রতি হঠাৎই ব্যাংক থেকে টাকা কেটে নেওয়ার একটি মেসেজ পান ওই ব্যক্তির স্ত্রী। কোনও খরচ না করেই টাকা কেটে নেওয়ায় কার্যত অবাক হয়ে যান। তিনি ভাবেন, তাঁর কার্ডটি চুরি হয়েছে কিংবা হ্যাকারদের কবলে পড়েছে। এরপরই ব্যাংকে ফোন করে কার্ডটি ব্লক করান। পাশাপাশি থানাতেও অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করে ট্রাফিক জরিমানা দেওয়া হয়েছে। শেষপর্যন্ত দেখা যায়, ওই ব্যক্তির বান্ধবী ট্রাফিক আইন ভাঙার পর, জরিমানা দিতে ওই ক্রেডিট কার্ডটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রত্যেককেই জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: চিনতে পারলেন না নিজের পুরনো ছবি! স্বামী পরকীয়ায় আসক্ত ভেবে এ কী করলেন মহিলা!]

দুবাই পুলিশের সাইবার অপরাধ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ক্যাপ্টেন আবদুল্লাহ আল শেহি এই প্রসঙ্গে জানান, “আমরা তদন্তে নেমে জানতে পারি, অন্য এক মহিলা ওই কার্ডটি ব্যবহার করেছে। এরপরই তাঁকে ডেকে পাঠানো হয়। আশ্চর্যের বিষয় তিনি জানতেনই না ওই ব্যক্তি বিবাহিত। উলটোদিকে, অভিযোগকারী মহিলা আবার জানতেন না, তাঁর স্বামীর অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে এবং তাঁর ক্রেডিট কার্ড তাঁর স্বামীই ব্যবহার করছেন। ” ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। এদিকে, এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়েছেন।

[আরও পড়ুন: চোখ উঠেছে কপালে! বিচিত্রদর্শন ছাগলছানা দেখতে ভিড় উপচে পড়ছে উত্তরপ্রদেশের গ্রামে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement