Advertisement
Advertisement
World Cup Win

‘বিশ্বকাপ জিতলেই এলাকা ধোঁয়া ধোঁয়া’! সুইগিতে ২৪০ ধূপকাঠির অর্ডার ভারতীয় ভক্তের

বিশ্বকাপের বাজারে ভাইরাল সুইগির পোস্ট।

Man Orders 240 Incense Sticks To
Published by: Kishore Ghosh
  • Posted:November 16, 2023 4:14 pm
  • Updated:November 16, 2023 5:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মঞ্চে ট্রিপল ধামাকা। শচীনের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেট ৫০তম সেঞ্চুরি বিরাট কোহলির, বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে নতুন রেকর্ড মহম্মদ শামির। এবং নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত। স্বভাবতই আত্ববিশ্বাস তুঙ্গে ভক্তদের। গতকাল রাত থেকেই অনেকে কাপজয় উদযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যেমন, এক ব্যক্তি ২৪০টি ধূপকাঠির অর্ডার দিয়েছেন সুইগিতে। সংস্থার তরফেই সেকথা জানানো হয়েছে। কাণ্ড জেনে অবাক নেটদুনিয়া।

মহারাষ্ট্রের থানের বাসিন্দা এক ব্যক্তির বিপুল পরিমাণ ধূপকাঠির অর্ডারের কথা এক্স হ্যান্ডেলে জানায় খাদ্য পরিবেশনকারী অনলাইন অ্যাপ সংস্থা। তারা লেখে, “একজন থানের বাসিন্দা ২৪০টি ধূপকাঠির অর্ডার করেছেন। আমরাও আপনার খেলার সঙ্গী।” খানিক বাদেই ওই ব্যক্তি সুইগির পোস্টের উত্তরও দেন। লেখেন, “আমিই থানের সেই লোক। এমন উদযাপন করব যে গোটা এলাকা ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে।”

Advertisement

 

[আরও পড়ুন: শ্রমিকদের বাঁচাতে উত্তরকাশীর সুড়ঙ্গে ‘অউগার ড্রিল’, কীভাবে কাজ করে এই যন্ত্র?]

উল্লেখ্য, মাঝারি সাইজের একটি ধূপকাঠির প্যাকেটে কমপক্ষে ১০টি কাঠি থাকে। তার মানে কার্যত ২৪ প্যাকেট ধূপকাঠির অর্ডার দিয়েছেন ওই ব্যক্তি। যা দেখে অবাক হওয়া স্বাভাবিক। নেটিজেনদের একাংশের মতে, দুরন্ত পারফরম্যান্স করে দেশ জিতলে ভক্তদের মাথা কিছুটা খারাপ হওয়াই স্বাভাবিক। বিশ্বকাপ তো রোজ রোজ জেতা যায় না। যদিও আরেক দল প্রশ্ন তুলছে পরিবেশ দূষণ নিয়ে।

 

[আরও পড়ুন: ভুয়ো ডাক্তার, টেকনিশিয়ানরাই চালাত হাসপাতাল! দিল্লির অভিজাত এলাকায় মিলল সন্ধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement