সুমন করাতি, হুগলি: দশ মাসে দশ হাজার কিলোমিটার পথ পাড়ি। সফরসঙ্গী সাইকেল। উদ্দেশ্য দেশ এমনকী বিদেশের বিখ্যাত মন্দির দর্শন। কেদার, বদ্রি, রাম মন্দির-সহ একাধিক তীর্থস্থান দর্শন করে ফিরলেন হুগলির যুবক। যাত্রা পথে সমতল, পাহাড়, পেরিয়ে দেশ ঘুরলেন যুবক।
হুগলির ত্রিবেণীর বাসিন্দা সুভাশিস ঘোষ ওরফে পিকলু। দশ মাস আগে তাঁর সব সময়ের সঙ্গী সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন ভারত ভ্রমণে! মূলত দেব-দেবীর মন্দির দর্শনে বেরন তিনি। অনেকদিন ধরেই কেদারনাথ দর্শনের ইচ্ছা ছিল যুবকের। তবে শুধু কেদারনাথ নয়, দেশ-বিদেশের অনেক মন্দির দেখার স্বপ্ন নিয়ে দু প্যাডেলে পা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পিকুল। সেই মতো ত্রিবেণী থেকে সোজা শিলিগুড়ি। সেখান থেকে নেপালের পশুপতি মন্দির দর্শন। তারপর উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দির। তারপর সাইকেল মাঝে আরও কোথায় থামেনি। মহাদেবের টানে ছুটতে থাকে সাইকেল। সোজা উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। তবে বাদ যায়নি বদ্রীনাথ, গঙ্গোত্রী। উত্তরাখণ্ড থেকে চলে যান হিমাচল প্রদেশ। যান গিরি গঙ্গায়। ফেরার পথে পাঞ্জাব, হরিয়ানা হয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে ঘরে ফেরা।
এই দীর্ঘ যাত্রাপথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ঝড়, বৃষ্টি, রোদ সব উপেক্ষা করে এগিয়ে চলেছেন তিনি। এমনকী দু এক জায়গায় বাঘের আক্রমণের ভয়ও পেয়েছিলেন তিনি। পিকলু জানান, সেখানে টিন বাজিয়ে পথ পেরিয়েছেন তিনি। এই দীর্ঘ যাত্রায় শুধু তীর্থস্থান ভ্রমণ নয়, গাছ বাঁচান, জীবন বাঁচান বার্তা দিয়েছেন সুভাশিস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.