সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শখ করে দিন দুই আগেই নতুন জুতো কিনেছিলেন। রবিবার মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখেন গায়েব সেই জুতো জোড়া! বিভিন্ন সাইজের অন্য অনেক জুতো রয়েছে বটে, তাঁরটি নেই। এই ঘটনায় প্রবল মনখারাপ হয় কান্তিলাল নিগমের। সেই দুঃখ এবং রাগ প্রশমনে সটান স্থানীয় থানায় হাজির হন তিনি। জুতো চুরির অভিযোগে এফআইআর দায়ের করেন। কান্তিলালের দাবি, চোর ধরে জুতো ফিরিয়ে দিতে হবে পুলিশকে। সৎ পথে উপার্জন করে ওই জুতো কিনেছিলেন তিনি।
কানপুরের (Kanpur) দবৌলির বাসিন্দা কান্তিলাল। একটি ইলেক্ট্রনিক সংস্থায় চাকরি করেন। প্রতি রবিবার স্থানীয় ভৈরব বাবার মন্দিরে পুজো দেওয়া তাঁর বহুদিনের অভ্যাস। এদিনও মন্দিরে যান। পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখেন জুতো জোড়া গায়েব হয়েছে। দুই দিন আগেই নীল রঙের নতুন জুতো কিনেছিলেন। সেই জিনিস হারিয়ে প্রবল মনখারাপ হয় কান্তিলালের। তিনি স্থানীয় থানায় গিয়ে জুতো চুরির অভিযোগ দায়ের করেন।
এফআইআরে কান্তিলাল লিখেছেন, “সৎ ভাবে উপার্জন করা, কষ্টের পয়সায় কেনা জুতো। সেই জুতো চুরি যাওয়ার পর খালি পায়ে বাড়ি ফিরতে হয়েছে আমাকে। ভীষণ সমস্যায় পড়ি। দয়া করে জুতোচোরকে ধরে আইনানুগ ব্যবস্থা নিন।” এই বিষয়ে পুলিশের বক্তব্য, চুরি যে জিনিসেরই হোক আইন অনুযায়ী এফআইআর দায়ের করা যায়। কান্তিলালের কাছে আমরা জুতোর দোকানের বিল চেয়েছি। চোর ধরার চেষ্টা করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.