Advertisement
Advertisement
Manali

তুষারাবৃত পিচ্ছিল রাস্তায় উলটো দিকে ছুটছে গাড়ি, প্রাণ বাঁচাতে ঝাঁপ চালকের, দেখুন রোমহর্ষক ভিডিও

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেনরা।

Man jumps out of moving car as it skids on snowy road near manali
Published by: Subhankar Patra
  • Posted:December 15, 2024 8:01 pm
  • Updated:December 15, 2024 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুষারাবৃত রাস্তা। তখনও অল্প অল্প বরফ পড়ছে। পিচ্ছিল রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ছুটতে শুরু করল একটি গাড়ি। প্রাণ ভয়ে রাস্তায় ঝাঁপ ড্রাইভারের। কোনওমতে প্রাণে বাঁচালেন তিনি। সোশাল মিডিয়ায় সেই ভিডিও দেখে আঁতকে উঠছে নেটিজেনরা। 

চলতি সপ্তাহে প্রথম তুষারপাতের স্বাক্ষী হয়েছেন হিমাচল প্রদেশের বাসিন্দারা। খবর পেয়ে পর্যটকদের ভিড় বেড়েছে অটল টানেলের কাছে। অনেকেই ছবি তুলে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। তবে কারও কারও কাছে তুষারপাত সুখের হয়নি। মানালি ও লাহুল স্পিতির সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে অনেক গাড়ি পিছনের দিকে চলে আসছে। তেমনই একটি গাড়ি থেকে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। নীতীশ রুহেলা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেন। সেখানেই দেখা যাচ্ছে, বরফের রাস্তায় একটি মহিন্দ্রা থার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিপদের আশঙ্কায় ডাইভার রাস্তায় ঝাঁপিয়ে পড়েন।

Advertisement

নীতীশের ভিডিওটিতে সচেতনামূলক বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে, অটল টানেল তুষারপাত শুরু হওয়ার আধ-ঘণ্টার মধ্যে সেখান থেকে বেরিয়ে যান। না হলে এইরকম ভাবে গাড়ি নিয়ন্ত্রণ হারাতে পারে।  বরফে গাড়ি চালাতে জানলে তবেই এই রকম জায়গাই যাওয়া উচিত।

ওই ভিডিওর তলায় এক নেটিজেন লেখেন, “বরফে চলার মতো চাকা ব্যবহার করা উচিত ছিল। তাছাড়া যেদিকে যেতে চান সেই দিকে গাড়ির স্টেয়ারিং ঘুরিয়ে দিলেই বিশেষ সমস্যা হত না।” আরও একজন লেখেন, “ইঞ্জিন ব্রেক ব্যবহার করা উচিত ছিল ৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement