Advertisement
Advertisement
জিরাফ

পাঁচিল পেরিয়ে চিড়িয়াখানায় সটান জিরাফের পিঠে যুবক, তারপর…

ভিডিওটি নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷

Man in Kazakhstan climbed a fence and clambered onto a giraffe at a zoo
Published by: Sayani Sen
  • Posted:August 2, 2019 5:36 pm
  • Updated:August 2, 2019 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাঁচার বাইরে থেকে তাকে দেখে আনন্দ করবেন বলেই ভেবেছিলেন৷ কিন্তু ঘটল তার ঠিক উলটো৷ জিরাফ দেখতে এসে পরিখা পেরিয়ে এক্কেবারে তার পিঠেই চড়ে বসল এক যুবক৷ কাজাখস্তানের চিড়িয়াখানার এই ঘটনার ভিডিওই বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে তার নাম, পরিচয় কিছুই জানা যায়নি৷

[আরও পড়ুন: মৃত্যুর ১২৭ বছর পর আজও ফরাসি কবি র‌্যাঁবোর সমাধিস্থলে আসে চিঠি]

কাজাখস্তানের বাসিন্দা এক যুবকের সাধ জেগেছিল চিড়িয়াখানায় যাওয়ার৷ মন যা চেয়েছিল, তাই করেছিলেন তিনি৷ সুযোগ পাওয়ামাত্রই তিনি ভিড় জমান শিমকেন্ট চিড়িয়াখানায়৷ বেশ কিছুক্ষণ চিড়িয়াখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিরাফ দেখছিলেন ওই যুবক৷ আর পাঁচজনও দাঁড়িয়েছিলেন তাঁর পাশে৷ কিন্তু হঠাৎই বদলে যায় ছবিটা৷

Advertisement

আগুপিছু না ভেবেই জিরাফের বাসস্থলের সামনের পরিখা পেরোতে শুরু করেন ওই যুবক৷ দু’টি পরিখা পেরিয়ে চলে যান জিরাফের কাছে৷ কোনওক্রমে চড়ে বসেন তার পিঠে৷ গায়ে হাত বুলিয়ে দেওয়ার ফলে বোধহয় প্রথমদিকে খুশি হয় জিরাফটি৷ পিঠে চড়িয়ে ওই যুবককে চিড়িয়াখানার বেশ খানিকটা ভিতরে নিয়ে যায়৷ তবে আচমকাই তার মন গেল বদলে৷ যুবকের উপর রীতিমতো রেগে যায় জিরাফ৷ পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় যুবককে৷

[আরও পড়ুন: নর্দমায় ভেসে বেড়াচ্ছে ৮ ফুট লম্বা কুমির, চাঞ্চল্য মহারাষ্ট্রের চিপলুনে]

ততক্ষণে যদিও চিড়িয়াখানার কর্মীরা ওই যুবকের কাণ্ড জেনে গিয়েছেন৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন কর্মীরা৷ ওই যুবককে জিরাফের খাঁচা থেকে টেনে বের করা হয়৷ জানা গিয়েছে, ওই যুবকটি চিড়িয়াখানায় ঢোকার আগে নেশা করেছিল৷ তাই নেশার ঘোরেই জিরাফের খাঁচায় ঢুকে পড়েছে সে৷ তাকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে৷

[আরও পড়ুন: যেন ভিনগ্রহীদের রাজত্ব! তাইওয়ানের ‘ভৌতিক’ শহরের সব বাড়ি UFO-এর মতো]

গোটা দৃশ্য মোবাইলে ভিডিও করেন অনেকেই৷ তা ভাইরাল হয়েছে নিমেষেই৷ ওই ভিডিওই দেখামাত্রই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা৷ তবে এ ধরনের পাগলামি অনুচিত বলেও দাবি করেছেন অনেকেই৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Туркестан | Түркістан (@turkestan_today) on

ছবি-ভিডিও সৌজন্যে: টারকেসটন টুডে 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement