Advertisement
Advertisement
Camera

বাড়ি না ক্যামেরা! আজব ঘর বানিয়ে তাক লাগালেন কর্ণাটকের যুবক

বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৯৫ হাজার ডলার।

Man from Karnataka build a home like camera, famous in Social media
Published by: Paramita Paul
  • Posted:July 16, 2020 2:46 pm
  • Updated:July 16, 2020 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যাশনের টানে কেউ ঘর ছাড়ে। কেই আবার প্যাশনকে প্রফেশন করেন। কারোর কারোর অবশ্য সেই প্যাশনকে নিয়ে এগিয়ে চলার সৌভাগ্য হয় না। রাতের আধাঁরে চোখের জলে মিশে যায় সেই প্যাশন। কিন্ত নিজের প্যাশনকে বাড়ির নকশায় ফুটিয়ে তুলেছেন, এমন খবর পেয়েছেন কি? সম্প্রতি কর্ণাটকে সেরকমই এক ব্যাক্তির হদিশ মিলেছে। ক্যামেরার আদলে বাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কর্ণাটকের এক ব্যক্তি।

Advertisement

কর্ণাটকের বেলগামের বাসিন্দা রবি হাঙ্গল। ছোট থেকেই ছবি তুলতে ভালবাসেন তিনি। বড় হয়ে পেশা হিসাবে ফোটোগ্রাফিকেই বেছে নিয়েছেন। সম্প্রতি নিজের বাড়ি বানিয়েছেন তিনি। সেই বাড়ি ডিজাইন করেছেন ক্যামেরার আদলেই। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক ভৈরব সিংহ নিজের টুইটার হ্যান্ডল থেকে রবি হাঙ্গলের বাড়ির ছবি শেয়ার করেছেন। তারপরই সেই বাড়ির ডিজাইন নিয়ে আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

[আরও পড়ুন : এ কেমন প্রেম! স্বামীকে ছেড়ে নিজেরই ১৫ বছরের ছোট সৎ ছেলেকে বিয়ে করলেন মহিলা]

বাড়িটি তিনতলা। বাড়ি’টিকে সামনে থেকে দেখলে মনে হবে, বিশালাকার একটি ক্যামেরা দাঁড় করানো রয়েছে। জানা গিয়েছে, বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে ৯৫ হাজার ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭১ লক্ষ টাকা। তবে ফোটোগ্রাফির প্রতি ভালবাসা শুধু বাড়ি তৈরির  করেই প্রকাশ করেননি রবি। তাঁর তিনটি ছেলেরও নাম দিয়েছেন ক্যামেরার নামে। রবি তাঁর তিন ছেলের নাম রেখেছেন ক্যানন, নিকন, এপসন। প্যাশনের প্রতি এমন ভালবাসা দেখা যায় কি! সেই চর্চায় মজেছে নেটিজেনরা। 

[আরও পড়ুন : বর্ষায় নেটিজেনদের নজর কাড়ল হলুদ রঙের সোনাব্যাঙের দল! ভিডিওটি না দেখলেই মিস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement