সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে রাঁধে সে চুলও বাঁধে। এই চিরচেনা প্রবাদকেও আরও বহু দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মহিলা পুলিশ অফিসারের কীর্তি। নিজের একরত্তি সন্তানকে বুকে আগলেই তাঁকে দেখা গিয়েছে কাজে ঝাঁপিয়ে পড়তে। তাঁর এই কর্মনিষ্ঠা দেখে মুগ্ধ খোদ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। অথচ কাজের চাপের মধ্যেও তিনি ভোলেননি সন্তানের প্রতি তাঁর দায়িত্ব। একই সঙ্গে মা ও কর্মক্ষেত্রের দায়ভার সামলে নেটিজেনদের মুগ্ধ করেছেন তিনি।
জানা গিয়েছে, এই মহিলা অফিসারের নাম মনিকা সিং। তিনি মধ্যপ্রদেশের ধর জেলার ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট। সম্প্রতি মুখ্যমন্ত্রী শিবরাজের চপার যে হেলিপ্যাডে নেমেছিল সেটির দায়িত্বে ছিলেন তিনি। কাছ থেকে মনিকার নিষ্ঠা ও দায়িত্ববোধ দেখে চমকে গিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা।
अलीराजपुर यात्रा के दौरान मैंने देखा कि डीएसपी मोनिका सिंह अपनी डेढ़ वर्ष की बेटी को बेबी कैरियर बैग में लिए ड्यूटी पर तैनात थीं।
अपने कर्तव्य के प्रति उनका यह समर्पण अभिनंदनीय है। मध्यप्रदेश को आप पर गर्व है।
मैं उन्हें अपनी शुभकामनाएं और लाडली बिटिया को आशीर्वाद देता हूं। pic.twitter.com/XFk7h2yxyY
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) October 20, 2021
গত মঙ্গলবার দু’দিনের সফরে জোবাত বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আসেন শিবরাজ। তিনি যে চপারে এসেছিলেন সেটি নামার কথা ছিল এলাকার এক হেলিপ্যাডে। সেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মনিকা।
নিজের টুইটারে তিনি মনিকার ছবি শেয়ার করেছেন। শিবরাজ লিখেছেন, ”আলিরাজপুর সফরে আমি ডিএসপি মনিকা সিংকে দেখি। উনি নিজের দেড় বছরের মেয়েকে বেবি ক্যারিয়ার ব্যাগে নিয়ে ডিউটি করছিলেন। নিজের কর্তব্যের ওঁর সমর্পণ অভিনন্দনযোগ্য। মধ্যপ্রদেশ আপনার জন্য গর্বিত। আমি ওঁকে আমার শুভ কামনা জানাচ্ছি ও শিশুটিকে আশীর্বাদ করছি।” শিবরাজের শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে আদর করছেন।
এদিকে সংবাদ সংস্থা পিটিআইকে নিজের কথা বলতে গিয়ে মনিকা জানিয়েছেন, ”আমি মা হিসেবে আমার কর্তব্য পালন করতে চাই। সেই সঙ্গে পুলিশ অফিসার হিসেবেও নিজের দায়িত্ব পালন করতে চাই আমি।” তাঁর এহেন দায়িত্ববোধ দেখে বিস্মিত নেটিজেনরা। ছবিগুলি দেখে মনিকাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাঁরা। সেই সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের নিন্দাতেও সরব হয়েছেন অনেকে। তাঁদের অভিযোগ, কেন ওই রকম গরমে একজন মহিলা অফিসারকে তাঁর শিশুকে নিয়ে ওই হেলিপ্যাডে ডিউটি করতে পাঠানো হল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.