Advertisement
Advertisement

স্ত্রীর প্রেমের পরীক্ষা নিতে গিয়ে এ কী হাল যুবকের!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মত্ত যুবকের কীর্তি৷

Love test ends after man hit by car in front of his wife
Published by: Sayani Sen
  • Posted:March 16, 2019 4:36 pm
  • Updated:March 16, 2019 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বোধহয় বলে প্রেমে পাগল। স্ত্রীর প্রতি তার ভালবাসা পরিমাপের সব একককে ছাপিয়ে যায়। বিশেষ করে মদ্যপানের পর। কিন্তু স্ত্রী কি তাকে ততটাই ভালবাসে? পরখ করতে তাই প্রাণ বাজি রাখল চিনের এক যুবক। চিনের ঝেনজিয়াং প্রদেশের জিনহুয়ার ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওই ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাতের ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। আর তাকে রাস্তার ধারে সরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করছেন এক মহিলা। যদিও পরে জানা যায়, তিনিই সেই পরীক্ষার্থী, যাঁকে ব্যস্ত রাস্তার মাঝে দাঁড়িয়ে প্রেমের প্রমাণ দিতে হচ্ছে। যদিও কঠিন এই প্রেমের পরীক্ষায় পাশ নম্বর মিললেও ডিসটিংশন মেলেনি। কারণ, স্বামীকে প্রাণে বাঁচালেও অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারেননি তিনি। 

[ব্যাংক ব্যালেন্স দেখে চুরির টাকা মহিলাকে ফিরিয়ে দিল চোর!]

মেয়েদের প্রেমের ও সতীত্বের পরীক্ষা দেওয়ার কাহিনি কাব্যে নেহাৎ কম নেই। কাব্যের সেই কাহিনি থেকে অনুপ্রাণিত হয়েই মদ্যপ ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে কিনা তা জানা যায়নি। তবে পেটে দু’পাত্র পড়লেই তার প্রেমও ডানা মেলে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্ত্রীর কাছে প্রেমের প্রমাণ দিতে ও নিতে নানা অভিনব উপায় বের করত ওই চৈনিক স্বামী। স্বামীর মাতলামিতে বিরক্ত হলেও বোধ হয় প্রেমের টানেই তাকে ছেড়ে যেতে পারেননি তার স্ত্রী। তাই বারবারই নানাভাবে স্বামীর প্রতি নিজের ভালবাসার প্রমাণ দিয়ে গিয়েছেন। সেই সঙ্গে ধাপে ধাপে কঠিন হয়েছে পরীক্ষা। স্থানীয় সংবাদ মাধ্যমে ‘প্রেম-পরীক্ষার্থী’ স্ত্রীকে ঝউ বলে উল্লেখ করা হয়েছে। স্বামীর পদবী পান। স্ত্রীর এবারের পরীক্ষা ছিল অগ্নিপরীক্ষার মতোই কঠিন। কারণ রাতের ব্যস্ত রাস্তায় হু হু করে চলছে গাড়ি। গাড়ির হেডলাইটে চোখ ঝলসে গেলেও অন্ধকারে দাঁড়িয়ে থাকা দম্পতিকে গাড়ির চালক দেখতে পাচ্ছেন না। ফলে দু’জনেরই প্রাণের ঝুঁকি ছিল। কিন্তু তাও মদ্যপ স্বামীকে ছেড়ে যাননি স্ত্রী। দু’জনের ধস্তাধস্তির মধ্যেই একটি রুপোলি রঙের দ্রুতগামী ভ্যান ধাক্কা মারে যুবককে। গাড়ির ধাক্কায় কার্যত উড়ে গিয়ে দূরে পড়ে সে। অল্পের জন্য গাড়ির ধাক্কা থেকে বাঁচলেও টাল রাখতে না পেরে পথের ধারে রেলিংয়ে আছড়ে পড়েন স্ত্রী। কয়েক মূহূর্তের বিলম্ব। ফের ক্যামেরায় ধরা পড়েন তিনি। দেখা যায়, স্বামীকে উদ্ধার করতে তিনি রাস্তা ধরে ছুটছেন। পরে কোনও রকমে একটি গাড়ি দাঁড় করিয়ে তাতে জখম স্বামীকে তুলে হাসপাতালের দিয়ে ছুটলেন ঝউ।

Advertisement

[কপালজোরে নয়, জিনসের দৌলতে উত্তাল সমুদ্রে রক্ষা পেলেন যুবক]

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ওই মদ্যপ স্বামীর মাথায় ও বুকের হাড়ে চোট লেগেছে। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। বেশ কিছুদিনের চিকিৎসায় ভাঙা হাড় জুড়লেই সে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। নিয়ম মেনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের বিছানায় শুয়েই জেরায় পুলিশকে পান জানিয়েছে, স্ত্রীর ভালবাসা পরখ করতে চেয়েছিল সে। তার দাবি, প্রকৃত ভালবাসলে স্ত্রী তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবেই বলে বিশ্বাস ছিল। আর ভাল না বাসলে বাঁচার কোনও ইচ্ছা তার ছিল না। তাই এই পরীক্ষার পথ বেছে নেয় সে। যদিও পরীক্ষায় স্ত্রী আদৌ পাশ করেছেন কিনা? বা পাশ করলেও কতটা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন সে বিষয়ে অবশ্য মন্তব্য করেনি পান। তাঁদের দাম্পত্যের রসায়নে নাক গলাতে চায়নি পুলিশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement