সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় সড়কে ছড়িয়ে আছে বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য মদের বোতল (Liquor Bottles)। তা সংগ্রহ করলে কেউ আটকাবারও নেই। স্বভাবতই এই সুযোগ হাত ছাড়া করেননি সুরাপ্রেমীরা। হামলে পড়েন তাঁরা। যেভাবে পারেন, যতগুলো সম্ভব পারেন মদের বোতল কবজা করলেন তাঁরা। তামিলনাড়ুর (Tamil Nadu) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ঘটনার ছবি।
আসলে ব্যস্ত রাস্তায় মদের বোতল ভরতি একটি ট্রাক উলটে পড়তেই এই কাণ্ড ঘটে। ঘটনাটি তামিলনাড়ুর মাদুরাইয়ের (Madhurai) ভিরাগানুর এলাকার। জানা গিয়েছে, কেরলের (Kerala) মানালুরের একটি গুদাম থেকে মদ নিয়ে ওই ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। মাঝপথে মাদুরাইয়ের ভিরাগানুর এলাকায় জাতীয় সড়কে কোনওভাবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ওই ট্রাকে ছিল প্রায় ১০ লক্ষ টাকার মদ। পেটি ভেঙে রাস্তার উপর ছড়িয়ে পড়ে সেই মদ। এদিক-ওদিকে গড়াচ্ছিল মদের বোতল।
ঘটনার খবর ছড়িয়ে পড়ে দ্রুত। ছুটে আসেন স্থানীয় লোকজন। তবে তাঁরা উদ্ধারে কাজে হাত লাগাননি মোটেই। বরং ‘স্বর্গীয়’ সুযোগ হাত ছাড়া করতে চাননি। সকলেই লুটেপুটে নেন মাগনার মদের বোতল। দু’হাতে, দু’পকেটে যেভাবে পারেন সংগ্রহ করেন। এদিকে এই কাণ্ডে ওই মাদুরাইয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যহত হয়। পরে ঘটনার খবর পায় পুলিশ। তারা এসে পরিস্থিতি সামাল দেয়। ফের স্বাভাবিক হয় যান চলাচল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.