সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটবেলার জন্মদিনগুলির কথা মনে পড়ে? কতই না বায়না থাকত সকলের। কেক, খাওয়াদাওয়া নিয়ে হাজারও ভাবনাচিন্তা। মিনিয়াপোলিসের খুদেও তার ব্যতিক্রম নয়। তিন বছরের জন্মদিনে ‘দ্য লায়ন কিং’-এর অনুকরণে কেক তৈরির দাবি জানায় সে। পরিজনেরা তার দাবিও মেটান। বর্তমানে তার কেকের ছবিতেই মজে নেটদুনিয়া। মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের।
লিওনার কেকে দেখা গিয়েছে ‘দ্য লায়ন কিং’-এর (The Lion King) শেষ দৃশ্য। যেখানে মুফাসা মৃত্যুশয্যায়। আর অসহায় চোখে তার দিকে তাকিয়ে আছে সিম্বা। সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছে কেক প্রস্তুতকারক থ্রাস্টি হোয়েল বেকারি। গত শনিবার জন্মদিন পালনের পর কেকের ছবি টুইট করেন লিওনার কাকা।
My niece turned 3 today!! She asked for a Lion King cake but specifically the moment where Mufasa dies, because “everyone will be too sad to eat the cake and it will be all for me.” pic.twitter.com/UOatqCUSj0
— Casey Feigh (@caseyfeigh) May 29, 2021
কেকের ছবি ভাইরাল হয়েছে নিমেষে। রিটুইট হয়েছে বহুবার। তবে কেক (Cake) নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া। কেক নেটিজেনদের একাংশের মন ছুঁয়েছে। নিখুঁতভাবে ওই দৃশ্য ফুটিয়ে তোলার জন্য কেক প্রস্তুতকারককে বাহবা দিয়েছেন তাঁরা।
OMG. I bet they were howling with laughter when they made this.
— carolyn dunn (@carolyndunncbc) May 29, 2021
আবার কেউ কেউ এ ধরনের কেককে মোটেও ভাল চোখে দেখছেন না। মনখারাপ করা ওই দৃশ্য জন্মদিনের আনন্দ মাটি করে দিতে পারে বলেও আশঙ্কা তাঁদের।
she’s going places. not places that require sharing but places nonetheless. pic.twitter.com/di8u6iYA9N
— ⎊ (@heyyitsjanea) May 30, 2021
Not the parents actually doing it. I know kids say weird stuff but this a bit… concerning pic.twitter.com/782WsYji4t
— Bri The Best (@So_like_no) May 30, 2021
তবে নেটদুনিয়ায় যাই আলোচনা হোক না কেন, এই কেক দেখে একবার হলেও যে ছোটবেলার কথা মনে পড়ে যাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.