Advertisement
Advertisement

চিতাশাবকের মা সিংহী! নেটদুনিয়ায় ভাইরাল মাতৃত্বের কাহিনি

দ্বৈরথ ভুলে চিতাশাবককে আপন করে নিয়েছে সিংহী৷

Lioness feeds leopard cub
Published by: Sayani Sen
  • Posted:January 4, 2019 2:58 pm
  • Updated:January 4, 2019 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বনে রাজত্ব নিয়ে প্রচলিত আছে বাঘ-সিংহের লড়াইয়ের বহু গল্প৷ তাদের সম্পর্ক নাকি এতটাই খারাপ যে একে অপরের ছায়া পর্যন্ত মাড়ায় না৷ কিন্তু যখন সামনে আসে মাতৃত্বের প্রসঙ্গ তখনও কী একইরকম থাকে দু’জনের সম্পর্ক? সেই প্রশ্নেরই জবাব মিলল গির অভয়ারণ্যে৷ উত্তর একটাই মাতৃত্বের কাছে নাকি টেকে না কোনও লড়াই৷ পরিবর্তে একেবারেই ম্লান হয়ে যায় সিংহ এবং চিতাবাঘের দ্বৈরথ৷  

[ইঁদুরে খেয়েছে হাজার লিটার মদ, আজব সাফাই পুলিশের]

গির অভয়ারণ্যের একটি সিংহী সদ্যই মা হয়েছে৷ নিজে সন্তান জন্ম দেয়নি সে৷ তবে একটি চিতাশাবককে রীতিমতো সন্তানস্নেহে বড় করে তুলছে ওই সিংহী৷ চিতাশাবকটি এখনও বড্ড ছোট৷ তার পক্ষে কে মা আর কে মায়ের মতো, তা বোঝার ক্ষমতা নেই৷ তাই ওই শাবকটি দিব্যি বেড়ে উঠছে সিংহীর কাছে৷ তার দুধ পান করতেও দেখা গিয়েছে চিতাশাবকটিকে৷ সিংহী চিতাশাবকটিকে এক্কেবারে নিজের সন্তানের মতো আগলে রেখেছে৷ সে কখনও চিতাশাবককে যত্ন করে জল খাওয়াতে নিয়ে যাচ্ছে৷ আবার কখনও অন্যান্য বন্যপ্রাণীদের নিরাপদে সরিয়ে রাখা হচ্ছে খুদে চিতাশাবককে৷ সিংহের সন্তানদের সঙ্গে রীতিমতো খেলাধূলাও করছে সে৷

Advertisement

[অজগরের পিঠে চেপে যাচ্ছে ব্যাঙ, নেটিজেনদের মন জয় করছে এই ছবি]

সিংহীর মাতৃত্ব দেখে বনদপ্তরের আধিকারিকরা তো প্রায় তাজ্জব হয়ে গিয়েছেন৷ গির অভয়ারণ্যের ডেপুটি কনজারভেটর ডঃ ধীরজ মিত্তল বলেন, ‘‘বেশ কয়েকদিন ধরে জঙ্গলে সিংহ এবং চিতাশাবক একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে৷ ওদের দেখে ছোটবেলায় পড়া ‘জঙ্গল বুক’-এর কথা বারবার মনে পড়ছে৷ এখানে যেন ‘মোগলি’ হয়ে উঠেছে চিতাশাবকটি৷ সিংহী চিতাশাবকটিকে সন্তান স্নেহে বড় করে তুলছে৷’’ বনদপ্তরের তরফে সিংহী এবং চিতাশাবকটির নতুন নাম দেওয়া হয়েছে৷ সিংহীর নাম ‘রক্ষা’ এবং চিতাশাবক ‘মোগলি’৷

[হাসপাতালে ভবঘুরে, দরজার বাইরে অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে তাঁর ‘বন্ধু’রা]

এর আগে তানজানিয়ার একটি পার্কও এহেন ঘটনার সাক্ষী ছিল৷ মাত্র ২১ দিনের একটি চিতাশাবককে বড় করে তুলেছিল একটি সিংহী৷ ওই ঘটনা নিয়েও আলোচনা কম হয়নি৷ বনের দ্বৈরথ ভুলে গির অভয়ারণ্যে সিংহীর চিতাশাবকের মা হয়ে ওঠার ঘটনা এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ যে দেখছেন, সেই অবাক হচ্ছেন৷ প্রশংসা করছেন সকলেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement