Advertisement
Advertisement
Bengaluru

দ্বাদশ শ্রেণিতে মাত্র ৭৫ শতাংশ নম্বর, ভাড়াটিয়াকে সটান নাকচ করলেন বাড়িওয়ালা!

কোথায় ঘটেছে এহেন ঘটনা?

Landlord cancels tenant for getting 75 percent marks in class 12 exam in Bengaluru | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 28, 2023 12:55 pm
  • Updated:April 28, 2023 12:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনা করে ভাল নম্বর পেতে হবে, নয়তো ভাল চাকরি জুটবে না- ছোটবেলা থেকে এমন কথা শুনেই বড় হয় অসংখ্য শিশু। তবে এবার শুধু চাকরি নয়, মাথা গোঁজার ঠাঁই পেতেও দরকার ভাল নম্বর। কারণ কম নম্বর পেলে ভাড়াবাড়িতে থাকার যোগ্যতাও মিলবে না। এমনই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু (Bengaluru)। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কম নম্বর পেয়েছেন, সেই কারণে এক ব্যক্তিকে বাড়ি ভাড়া দিতে সটান নাকচ করে দিলেন বাড়িওয়ালা।

ব্যাপারটা ঠিক কী? নেপথ্যে রয়েছে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি। একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে দেখা যাচ্ছে, যোগেশ নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। জমি-বাড়ি সংক্রান্ত দালালি করেন তিনি। যোগেশকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, বাড়ি ভাড়া দেওয়ার জন্য তাঁর নানা নথিপত্র জমা দিতে হবে বাড়িওয়ালাকে। প্যান কার্ড, আধার কার্ড, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের পাশাপাশি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার নম্বরও জানতে চান সংশ্লিষ্ট বাড়িওয়ালা। 

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে সরাতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

চাহিদামতো সমস্ত নথিপত্র দালালের মাধ্যমে বাড়িওয়ালার কাছে পৌঁছে দেন যোগেশ। তারপরেই বিপত্তি। বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব সটান নাকচ করে দেন বাড়িওয়ালা। তাঁর সাফ দাবি, “আমি ভেবেছিলাম যে ব্যক্তি আমার বাড়ি ভাড়া নেবে, দ্বাদশ শ্রেণিতে সে অন্তত ৯০ শতাংশ নম্বর পাবে। কিন্তু আপনি তো মাত্র ৭৫ শতাংশ পেয়েছেন। তাই আপনাকে আমার বাড়িতে ভাড়া থাকতে দেওয়া যাবে না।”

জানা গিয়েছে, ওই বাড়িওয়ালা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে অধ্যাপক ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন তিনি। তবে ভাড়াটিয়া নির্বাচনের এহেন শর্ত দেখে তাজ্জব যোগেশ। তাঁর কথোপকথনের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নানা মন্তব্য করেছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, বেঙ্গালুরুতে চাকরি পাওয়া সহজ, কিন্তু বাড়িভাড়া পাওয়া কার্যত অসম্ভব। কারোওর আবার টিপ্পনি, ভাল নম্বর না পেলে শুধু চাকরি নয়, ফসকে যায় বাড়িও।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাত থেকে, ‘সুপ্রিম’ রায়কে স্বাগত অভিষেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement