Advertisement
Advertisement

Breaking News

Air India

মাঝআকাশ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি যাত্রীর, বিমানে হুলুস্থুল কাণ্ড! তার পর…

বিমানটি মেঙ্গালুরুতে অবতরণের পরই গ্রেপ্তার করা হয়েছে ওই যাত্রীকে।

Kerala man threatens to jump off Air India flight

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:May 12, 2024 5:42 pm
  • Updated:May 12, 2024 5:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় বিমানে প্রস্রাব, তো কখনও বিমান সেবিকার সঙ্গে অভব্য আচরণ। মাঝে মধ্যে আবার আসন দখলকে কেন্দ্র করে সহযাত্রীর সঙ্গে হাতাহাতি ঘটনাও নতুন নয় বিমানে। সব কিছুকে ছাপিয়ে এবার মাঝ আকাশে বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দিলেন এক যাত্রী। 

দুবাই (Dubai) থেকে রওনা দেওয়ার পর বিমানটি তখন আরব সাগরের উপর দিয়ে ভারতের পথে। হঠাৎ বিমানের জানলার ধারে দাঁড়িয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার হুমকি দিলেন এক যাত্রী। ঘটনার জেরে আতঙ্ক ছড়াল এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Flight)। এই নিয়ে বিমানকর্মীদের সঙ্গেও হাতাহাতি শুরু হয় ওই যাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় চলন্ত বিমানে।

Advertisement

[আরও পডুন: শাহজাদার বয়েসের চেয়েও কম আসন পাবে কংগ্রেস: বঙ্গে প্রচারে এসেও মোদির নিশানায় রাহুল]

জানা গিয়েছে, ঘটনা গত ৮ মে দুবাই থেকে মেঙ্গালুরুর উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই বিমানের যাত্রী ছিলেন কেরলের কান্নুরের বাসিন্দা মহম্মদ বিসি। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিছুক্ষণ পর হঠাৎ নিজের আসন ছেড়ে উঠে পড়েন ওই যাত্রী। হুমকি দিতে থাকেন বিমান থেকে সমুদ্রে ঝাঁপ দেবেন তিনি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। এদিকে ক্রু সদস্যরা পাশে থাকলেও লাগাতার ফ্লাইট সহায়তা বেল টিপতে থাকেন ওই যাত্রী। এর পর একটি লাইফ জ্যাকেট তুলে নিয়ে বিমান সহায়িকার হাতে দিয়ে বলেন, বিমান অবতরণের সময় এটি ব্যবহার করতে চান তিনি। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়।

[আরও পডুন: ইনশাআল্লাহ… একদিন হিজাব পরা মহিলা দেশের প্রধানমন্ত্রী হবেন: আসাদউদ্দিন ওয়েইসি]

এই অবস্থায় কোনওমতে ওই যাত্রীকে সামলান বিমানের ক্রু মেম্বাররা। এর পর বিমানটি মেঙ্গালুরুতে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে আটক করে বাজপে থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্তকে। বিমানের মধ্যে কেন তিনি এমন আচরণ করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement