সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দেওয়া মানে কথা রাখা। তা প্রমাণ করলেন কেরলের রেস্তরাঁ মালিক। অর্জেন্টিনার একেবারে ‘ডাই হার্ট ফ্যান’ তিনি। তাই কথা দিয়েছিলেন, প্রিয় দল জিতলে হাজার প্লেট বিরিয়ানি ফ্রিতে দেবেন। তার থেকে বেশি দিলেন। মেসির হাতে কাপ উঠতেই দেড় হাজার প্লেট বিরিয়ানি বিলি করলেন তিনি।
রবিবার ছিল রুদ্ধশ্বাস ম্যাচ। টাই ব্রেকার পর্যন্ত ম্যাচ গড়ায়। শেষ হাসি হাসেন মেসিরাই। শেষ মুহূর্তে বল জালে জড়িয়ে পড়তেই তুমুল উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম। সারা বিশ্বে খুশির জোয়ার বয়ে যায়। ভারতেও আর্জেন্টিনা ভক্তদের মধ্যে তুমুল উল্লাস দেখা যায়। এঁদেরই একজন শিবু। কেরলেন ত্রিশূর জেলার রকল্যান্ড হোটেলের মালিক।
আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচের আগেই শিবু ঘোষণা করেছিলেন, প্রিয় দল জিতলে হাজার প্লেট বিরিয়ানি বিনামূল্যে দেবেন। যেমনি বলা, তেমনি কাজ। সোমবার শিবুর সামনে ছিল লম্বা লাইন। বেশিরভাগই স্কুল ও কলেজের পড়ুয়ারা ছিলেন। লাইন দেখে এক সাংবাদিক শিবুকে প্রশ্ন করেন, সবাইকে খাওয়াতে পারবেন তো? রেস্তরাঁ মালিক জানান, হাজার নয়, দেড় হাজার প্লেট বিরিয়ানির বন্দোবস্ত তিনি করেছেন। ফলে সকলেই তৃপ্তি করে খেতে পারবেন।
ফুটবল প্রেমের আরও এক নজির কোচি শহরে দেখা গিয়েছে। যেখানে আর্জেন্টিনা ও ফ্রান্সের জার্সি পরে বিয়ে সেরেছেন এক যুগল। বরেন নাম শচীন, কনের নাম আথিরা। আর্জেন্টিনার ভক্ত শচীন পরেছিলেন মেসির জার্সি। ওদিকে আবার ফরাসি প্লেয়ার এমবাপকে পছন্দ করেন আথিরা। তাই তাঁর পরনের নীল জার্সিতে ছিল পছন্দের প্লেয়ারের নাম। সেই অবস্থাতেই চার হাত এক হল। অভিনব এই বিয়ের সাক্ষী থাকলেন নিমন্ত্রিতরা। আর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.