Advertisement
Advertisement
Sonarpur

টাকা-গয়না থেকে হেয়ার ড্রায়ার, মশলা চুরি! সর্বস্ব হাতিয়ে বাড়িতে নতুন তালা লাগাল খোদ চোর

এ কেমন চোর! অভিযোগ পেয়ে হতবাক তদন্তকারীরা।

Jewellery to spices steal thief in Sonarpur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 19, 2023 3:35 pm
  • Updated:November 19, 2023 3:36 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সোনার গয়না থেকে টাকাপয়সা। রান্নাঘরের যাবতীয় মশলা থেকে শুরু করে হেয়ার ড্রায়ার। হাতিয়ে নেয় প্রায় সবকিছু। সর্বস্ব হাতিয়ে নেওয়ার পর গৃহস্থের বাড়ি থেকে নিজেই লাগাল নতুন তালা। এমন অভিযোগ পাওয়ায় চক্ষু ছানাবড়া দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পুলিশ। এখনও এই ঘটনার কিনারা করা সম্ভব হয়নি।

সোনারপুরের হাসনপুরের বাসিন্দা অনিন্দিতা দেবনাথ। দীর্ঘদিন ওই এলাকাতেই বাস তাঁর। বাড়ি ফাঁকা রেখে একাধিকবার এদিক সেদিক গিয়েছেন। তবে বাডিতে চুরির কাণ্ড ঘটেনি কখনও। গত বৃহস্পতিবার বাপের বাড়ি থেকে দুঃসংবাদ পান অনিন্দিতা। জানতে পারেন, তাঁর বাবা আর নেই। মৃত বাবাকে শেষবার দেখার জন্য বাড়িতে তালা দিয়ে বেরিয়ে যান গৃহবধূ।

Advertisement

[আরও পড়ুন: অল্টম্যানের প্রত্যাবর্তন! চ্যাটজিপিটির স্রষ্টাকে ফেরাতে আলোচনা শুরু ‘ওপেন এআই’ বোর্ডে]

দুদিন আর বাড়ি ফেরেননি। গত শনিবার বাড়ি ফেরেন অনিন্দিতা। বাড়ি ফিরে দেখেন দরজায় নতুন তালা ঝুলছে। অবাক হয়ে যান। তালা ভাঙার লোক ডাকেন। তালা ভেঙে ভিতরে ঢুকে অবাক হয়ে যান। দেখেন বাড়ি প্রায় ফাঁকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সোনার গয়নার ফাঁকা কৌটো। গৃহবধূর দাবি, আলমারির ভিতরে থাকা ৭০ হাজার টাকা গায়েব। নেই গয়নাগাটি। রান্নাঘরে দৌড়ে গিয়ে দেখেন মশলাপাতিও নেই। সরষের তেল, পাঁচফোড়ন থেকে গরমমশলা নেই কিছুই।

Dacoity

ঠাকুরঘর থেকে কাঁসা, পিতলের বাসনও উধাও। বাথরুমে ঢুকে তাজ্জব অনিন্দিতা। নেই শ্যাম্পু, সাবান। ড্রেসিং রুম থেকে খোয়া গিয়েছে হেয়ার ড্রায়ার, সুগন্ধি-সহ প্রায় সবকিছুই। অনিন্দিতা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ শুনে কার্যত অবাক পুলিশও। এ কেমন চোর! প্রশ্ন তদন্তকারীদের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও খোঁজ মেলেনি চোরের। উদ্ধার হয়নি খোয়া যাওয়া জিনিসপত্রও।

[আরও পড়ুন: বিষাক্ত গ্যাসের বলি! গাড়ির ভিতরে উদ্ধার জনপ্রিয় অভিনেতার নিথর দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement