সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বর ২০১৩। মাত্র ৬ মাসের প্রস্তুতিতেই মঙ্গল অভিযানের সিদ্ধান্ত নেয় ইসরো। লালগ্রহের কক্ষপথে স্থাপন করার উদ্দেশ্যে পাঠানো হয় উপগ্রহ। উদ্দেশ্য ছিল লালগ্রহ সম্পর্কে আরও তথ্য জানা। প্রত্যাশিতভাবেই সাফল্য আসে সেই মার্শ অর্বিটর মিশনে (MOM)। ২৪ সেপ্টেম্বর ২০১৪ তে সফলভাবে মঙ্গলের কক্ষপথে স্থাপিত হয় ইসরোর স্যাটেলাইট। এবছর তার চারবছর পূর্ণ হল। আর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি।
It’s been four years since @MarsOrbiter successfully got inserted into Martian orbit on September 24, 2014 in its first attempt. #MOM‘s mission life was expected to be six months! So far, the Mars Colour Camera has acquired 980+ images. Mars Atlas is also ready. pic.twitter.com/z4GGkGvl0C
— ISRO (@isro) September 24, 2018
It’s been 4 years since I am around!
Thank you for your love and support. @isro pic.twitter.com/ry89iilKCV— ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) September 25, 2018
#HappyNewYear, dear earthlings! North pole looks wicked cool here! pic.twitter.com/f2cLXrBSAT
— ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) January 1, 2016
Did you see that? It moved! Oh, it’s just Phobos. https://t.co/vaY7w5JjW0
— ISRO’s Mars Orbiter (@MarsOrbiter) October 14, 2014
ইসরোর তরফে জানানো হয়েছে, চার বছর পরও এখনও সক্রিয় উপগ্রহটি। মাত্র ৬ মাসের মধ্যে তৈরি এই উপগ্রহটি এতদিন পরও সক্রিয় থাকাটা সত্যিই বড় সাফল্য। তাছাড়া এটিই ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সস্তায় মঙ্গল অভিযান। সেদিক থেকে দেখতে গেল এই সাফল্য অভাবনীয়।
ইসরোর তরফে জানানো হয়েছে, এই উপগ্রহটি ৯৮০টি ছবি তুলে পাঠিয়েছে মঙ্গলগ্রহের। শুধু মঙ্গলই নয়। মঙ্গলের দুটি উপগ্রহেরও ছবি পাঠিয়েছে ইসরোর পাঠানো স্যাটেলাইটটি। এই স্যাটেলাইটটির পাঠানো তথ্য পেতে যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল সেই ওয়েবসাইটটিতে ২১ হাজার জন ইউজার রেজিস্টার করিয়েছেন। এখনও পর্যন্ত সেই ওয়েবসাইট থেকে ৫২০ জিবি তথ্য ডাউনলোড করা হয়েছে। অন্য দেশের উপগ্রহগুলির সঙ্গে সংযোগস্থাপন করে ওয়েবসাইটটির ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.