Advertisement
Advertisement
Offbeat

OMG! ‘স্বামী বিক্রি আছে, বদল বা ফেরতযোগ্য নয়’, নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিলেন স্ত্রী

নেট দুনিয়ায় ভাইরাল স্ত্রী লিন্ডা ম্যাকঅ্যালিস্টারের দেওয়া বিজ্ঞাপন।

Irish woman puts husband up for sale on auction site | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 3, 2022 6:54 pm
  • Updated:February 3, 2022 6:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি, বয়স ৩৭ বছর, গায়ের রং ফর্সা, পেশায় মাংস ব্যবসায়ী। স্বামী লাগবে? কেনার জন্য যোগাযোগ করুন। তবে একবার কিনে ফেললে নিজের কাছেই রাখতে হবে, ফেরতযোগ্য নয়। এভাবেই অনলাইন মাধ্যমে নিজের স্বামীকে নিলামে তুললেন স্ত্রী। নিলামের একটি পরিচিত ওয়েবসাইটে (Auction Website) এমন বিজ্ঞাপন দিয়ে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন লিন্ডা।

লিন্ডার পুরো নাম লিন্ডা ম্যাকঅ্যালিস্টার (Linda McAlister)। স্বামী জন ম্যাকঅ্যালিস্টার (John McAlister)। জন ও লিন্ডা আয়ারল্যান্ডের (Ireland) বাসিন্দা। যুগলের বিয়ে হয় ২০১৯ সালে। দুই সন্তান রয়েছে ওঁদের। এমনিতে সুখে সংসার করছিলেন। কিন্তু সম্প্রতি জনের বৃত্তান্ত জানিয়ে তাঁকে বিক্রি করতে নিলামের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছেন লিন্ডা। কেন এই কাজ করলেন তিনি?

Advertisement

[আরও পড়ুন: কান্নাকাটি না করে কথা শুনলে ১০০ টাকা পুরস্কার! ভাইরাল একরত্তি ছেলের সঙ্গে বাবার চুক্তিপত্র]

লিন্ডার অভিযোগ, সন্তান ও তাঁকে সময় দেন না জন। আরও মারাত্বক ঘটনা ঘটেছে সম্প্রতি। জন ম্যাকঅ্যালিস্টার তাঁর দুই সন্তান ও স্ত্রীকে বাড়িতে ফেলে রেখেই গরমের ছুটিতে একা ঘুরতে যান। এমনকি সেখানে গিয়ে যথেচ্ছ আনন্দ ও ফূর্তিতেও মাতেন।

এক সময় সুখের সংসার ছিল লিন্ডা ও জনের।

এই ঘটনায় স্বামীর উপর বেজায় ক্ষুব্ধ লিন্ডা বিজ্ঞাপনে লিখেছেন, “সংসার করার জন্য ওঁর (স্বামীর) এখনও কিছু প্রশিক্ষণ দরকার। যদিও আমার কাছে এই মুহূর্তে সেই সময় ও ধৈর্য নেই।” এদিকে স্ত্রী যতই রেগে থাকুন বন্ধুদের কাছ থেকে গোটা ঘটনার খবর পেয়ে হেসে উড়িয়ে দিয়েছেন জন। বলেছেন, পুরো ব্যাপারটায় আমার হাসি পেয়েছে। লিন্ডার পালটা উক্তি, ও দেখছিল কত টাকায় বিক্রি হচ্ছে।

[আরও পড়ুন: নিজের শিশুকন্যাকে হিংস্র ভালুকের খাঁচায় ফেলে দিলেন যুবতী! ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেনরা]

সত্যিই কম হলেও দাম উঠেছিল জনের। নিলামের বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর ১২ জন গ্রাহক আগ্রহ দেখায়। প্রায় পাঁচ হাজার টাকা অবধি দাম ওঠে জনের। যদিও শেষ অবধি স্বামীকে বিক্রি করার উদ্দেশ্য সফল হয়নি স্ত্রীর। কারণ নিলামের ওই ওয়েবসাইটটি লিন্ডার বিজ্ঞাপনটিকে ডিলিট করে দেয়। ওয়েবসাইটের কর্ণধার জেমস রায়ান বলেন, “কোনও মহিলা তাঁর স্বামীকে নিলামে তুলেছেন এ রকম বিজ্ঞাপন এই প্রথম দেখলাম।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement