সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বস্ত পুরাতন ভৃত্য মোদিকে দেড় হাজার কোটি টাকার সম্পত্তি দান করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এই মোদি হলেন রিলায়েন্স জিও এবং রিটেলের ডিরেক্টর মনোজ মোদি (Manoj Modi)। ভারতের ধনীতম শিল্পপতির ডানহাত বলা হয় তাঁকে। মুকেশের দীর্ঘদিনের সঙ্গী। তার চেয়ে বড় কথা, অনেকের ধারণা গত কয়েক দশকে রিলায়েন্স গ্রুপের আকাশছোঁয়া সাফল্যের নেপথ্যে রয়েছে মনোজের ধারালো মগজ। এবার হাত খুলে সেই কর্মীকে পুরস্কার দিলেন সংস্থার কর্তা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কর্মী মনোজের কাজে খুশি হয়ে তাঁকে একটি ২২ তলা বিলাসবহুল প্রাসাদ উপহার দিয়েছেন মুকেশ। তাও আবার নেপিয়ান সি রোডের মতো মুম্বই শহরের অন্যতম দামি এলাকায়। মাস খানেক আগেই এই দানপর্ব সম্পন্ন হয়েছে বলে দাবি। জানা গিয়েছে, ওই বহুতল প্রাসাদটির নাম ‘বৃন্দাবন’। যার একটি তল ৮ হাজার স্কয়ার ফিটের। এক স্কোয়্যার ফুটের মূল্য ৪৫-৭০ হাজার টাকা অবধি। প্রাসাদের মোট পরিমাপ হল ১.৭ লক্ষ স্কোয়্যার ফিট।
একাধিক সংবাদমাধ্যমের দাবি, ২২ তলা প্রাসাদের প্রথম আট তলা পার্কিংয়ের জন্য নির্ধারিত। শুধু বাড়ি দিয়েই ক্ষান্ত হননি মুকেশ, বহুমূল্যে ইতালিয়ান ফার্নিচারে সাজিয়ে দিয়েছেন গোটা প্রাসাদ। উল্লেখ্য, রিলায়েন্স জিও এবং রিটেলের ডিরেক্টর মনোজ মোদির আগে থেকেই দু’টি ফ্ল্যাট রয়েছে বাণিজ্যনগরীর মহালক্ষ্মী এলাকায়। যার মোট মূল্য ৪১৫ কোটি টাকা। সঙ্গে যোগ হল মালিকের দেওয়া দেড় হাজার কোটির সম্পত্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.