Advertisement
Advertisement

Breaking News

Indian Railways

রেলের কীর্তি, জানলার ধারের সিটেও নেই জানলা! ভাইরাল হতাশ যাত্রীর পোস্ট

এভাবেই যাত্রীদের বোকা বানাচ্ছে রেল, মন্তব্য এক নেটিজেনের।

Indian Railways Gives Window Seat With 'No Window' to a Passenger

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:March 9, 2024 8:08 pm
  • Updated:March 9, 2024 8:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল হোক বা দূরপাল্লার, ট্রেন যাত্রায় জানলার ধারের সিট সব যাত্রীর পছন্দের। জানলার বাইরের সবুজ প্রকৃতি দীর্ঘ জার্নির একঘেয়েমি কাটিয়ে দেয়। স্বাভাবিক ভাবেই বিষয়টি জানা রেল কোম্পানিরও (Indian Railways)। এই কারণেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময় ‘জানলার পাশে’র আসনের বিকল্প দেওয়া হয়। ভাগ্যজোরে মহার্ঘ সেই আসন পেযেছিলেন এক যাত্রী। যদিও ট্রেনে চড়ার পর আশ্চর্য অভিজ্ঞতা হয় তাঁর। দেখেন, জানলার ধারের সিটে জানলাই নেই! কী করে সম্ভব?

‘জানলার ধারের সিটে জানলা নেই’, রীতিমতো ছবি দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিযোগকারী যাত্রী। তিনি জানান, অনলাইনে টিকিট কাটেন। ‘জানলার ধারে’র আসন পছন্দ করেছিলেন। নির্দিষ্ট দিনে ট্রেনে উঠে অবাক হন। ‘কোচে উঠে টিকিটের নম্বর মিলিয়ে দেখি জানলার ধারেই আমার বসার জায়গা। যদিও ওই আসনের পাশে জানলা নেই। আছে ট্রেনের দেওয়াল।’ ছবিতেও দেখা গিয়েছে বসার জায়গায় জানলা নেই। সেটি রয়েছে সামনে দিকে, পরবর্তী আসনের কাছে।

Advertisement

 

[আরও পড়ুন: দুহাজার কোটির মাদক চক্রের মাস্টারমাইন্ড তামিল প্রযোজক! NCB-র জালে অভিযুক্ত] 

রেলের এই কাণ্ডে হতবাক হয়েছেন নেটিজেনরা। কেউ ক্ষুব্ধ হয়েছেন। তাঁরা মন্তব্য করেন, ‘এভাবেই যাত্রীদের বোকা বানানো হচ্ছে।’ অধিকাংশ নেটিজেন মজা করেছেন। একজন লেখেন, আমার ভাগ্যও একই রকম। এত কিছুর পরেও অবশ্য ভারতীয় রেলের তরফে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি।

 

[আরও পড়ুন: এক বালতি জলের দাম ২০০০! জলসংকট মোকাবিলায় একগুচ্ছ নিষেধাজ্ঞা বেঙ্গালুরুতে] 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement