সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্কাস দেখানোর সময় হল-ভরতি দর্শকের সামনে রিং মাস্টারের উপর চড়াও হল একটি সিংহ। ঘটনাটি ঘটেছে ইউক্রেনের লুগানস্ক রাজ্য সার্কাসের একটি শোয়ে। সেসময় ওখানে থাকা দর্শকরা এই ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে সেগুলি।
তার মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দু-তিনটি সিংহকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন রিং মাস্টার হামাদা কোটা। আচমকা তাদের মধ্যে একটি সিংহকে নিয়ে খেলা দেখানোর সময় অন্য একটি সিংহটি তাঁকে আক্রমণ করে, মাটিতে আছড়ে ফেলে চড়াও হয় তাঁর উপর। চোখের সামনে এই ঘটনা ঘটতে দেখে দমবন্ধ হয়ে আসে উপস্থিত দর্শকদের। অনেকে ভয়ে চিৎকারও করে ওঠেন। তবে, শেষ পর্যন্ত অবশ্য রক্ষা পান হামাদা। সিংহটিকে ধাক্কা মেরে সরিয়ে উঠে দাঁড়ান তিনি। আস্তে আস্তে পিছিয়ে যায় উন্মত্ত পশুরাজও।
এপ্রসঙ্গে পরে হামাদা বলেন, “সিংহটি প্রথমে আমার গায়ে লাফ মেরে আমাকে কামড়ায়, তবে সৌভাগ্য যে ঘাড়ে কামড়ায়নি। এর ফলে আমার পিঠে, হাত ও পায়ে একটু আঘাত লেগেছে। তবে, ধাক্কা দিতেই আমার শরীর থেকে উঠে পড়ে সে। আমি একটা সিংহকে খেলা দেখানোর জন্য ডেকেছিলাম, সেসময় অন্য একটি সিংহ আমাকে সামনে থেকে আক্রমণ করে। আসলে নতুন জায়গা হওয়ার ফলে ওরা একটু গুটিয়ে ছিল। তাই ওইভাবে রিঅ্যাক্ট করেছে। তবে, এর জন্য সার্কাসের শো বন্ধ করতে হয়নি।”
তিনি আরও বলেন, “ওই শোতে প্রচুর শিশু এসেছিল, তাই ওই সিংহটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনাই আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। ওইসময় সিংহটির আক্রমণের ফলে আমার সারা শরীরের রক্ত লেগে থাকলেও সবাইকে শান্ত হয়ে বসার অনুরোধ করি। কিছুক্ষণ পর ফের শুরু হয় শো।
দু’বছর আগে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল চিনে। সেখানেও খেলা দেখানোর সময় রিং মাস্টারের উপর চড়াও হয়েছিল একটি সিংহ। পরে গুরুতর জখম অবস্থায় ওই রিং মাস্টারকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করেন ওই সার্কাস কোম্পানির অন্যান্য কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.