Advertisement
Advertisement

যমজ সন্তানের জন্ম দিলেন যমজ চিকিৎসক, জানেন কোথায়?

কাকতালীয় হলেও, এটাই সত্যি৷

Identical twin doctors deliver twins in Lebanon
Published by: Sayani Sen
  • Posted:September 25, 2018 5:45 pm
  • Updated:September 25, 2018 5:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যমজ সন্তানের জন্ম দিলেন যমজ দুই চিকিৎসক৷ অবাক হচ্ছেন? ভাবছেন, এ আবার কি করে সম্ভব? কিংবা হয় তো এতক্ষণে ভেবে ফেলছেন আপনি ভুল পড়ছেন৷ আরে বাবা, এতো ভাবনাচিন্তার প্রয়োজনীয়তা নেই৷ কাকতালীয় হলেও সত্যিই এমন ঘটনার সাক্ষী লেবানন৷ ৩২ বছর বয়সী যমজ চিকিৎসকেরা যে হাসপাতালে জন্মেছিলেন, সেই হাসপাতালেই যমজ সন্তানের জন্ম দিলেন দুজনে৷ তবে এক্ষেত্রে একটি কন্যাসন্তান ও আরেকটি পুত্রসন্তান৷  

[মহিলা সহকর্মীর সঙ্গে প্রাতঃরাশ, গ্রেপ্তার যুবক]

লেবাননের এক মহিলা গর্ভবতী হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরেই এক নার্সিংহোমে চিকিৎসা করাচ্ছিলেন৷ নাথানের তদারকিতেই চিকিৎসা চলছিল তাঁর৷ কয়েকমাস পর জানা যায় গর্ভে যমজ সন্তান রয়েছে তাঁর৷ ওই মহিলা বলেন,‘‘যমজ সন্তানের কথা ভেবেই ভয় লাগছিল৷ ভাবছিলাম কীভাবে সামলাব দুজনকে৷ তবে চিকিৎসক নাথান সাহস জুগিয়েছিলেন৷’’ মঙ্গলবার মহিলার কোল আলো করে ওই হাসপাতালেই জন্মান জেভিয়ার এবং গেনডোলিন৷ অস্ত্রোপচার করেন চিকিৎসক নাথান ও ম্যাথু কেলার৷ দুই সন্তানকে কোলে নিয়ে আনন্দে কেঁদে ফেলেছেন ওই মহিলা৷ তিনি বলেন, ‘‘চিকিৎসক নাথান না থাকলে, একইসঙ্গে দুই সন্তানের মা হওয়া সম্ভব হত না৷’’

Advertisement

[স্বামী কুৎসিত, চুম্বনের সময় কামড়ে জিভ ছিঁড়ল অন্তঃসত্ত্বা স্ত্রী!]

যমজ সন্তানের জন্মের এই প্রেক্ষাপটে নতুনত্ব কিছুই নেই৷ কিন্তু চিকিৎসকের পরিচয় শুনলে অবাক হতে বাধ্য আপনি৷ চিকিৎসক নাথান ও ম্যাথু দুজনেই বত্রিশ বছর বয়সী৷ ওই নার্সিংহোমেই জন্মান তাঁরা৷ এরপর একইসঙ্গে বেড়ে ওঠা৷ পড়াশোনা৷ এমনকী বর্তমানে দুজনে একই বিভাগের চিকিৎসক৷ কিন্তু দুজনে মোটেই বন্ধু নন, তাঁরা আদতে যমজ ভাই৷ এই দুই যমজ ভাইয়ের তত্ত্বাবধানেই যমজ দুই সদ্যোজাতের জন্মের ঘটনায় কাকতালীয় হলেও, সত্যি৷ এই ঘটনা অবাক করেছে সকলকেই৷ এমনকী যমজ সন্তানের জন্ম দেওয়ার পর চিকিৎসকদের পরিচয় শুনে তাজ্জব সন্তানদের মা-ও৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement