Advertisement
Advertisement

Breaking News

Helicopter

৪৭ কোটির হেলিকপ্টার উড়িয়ে মন্দিরে গিয়ে পুজো! তাক লাগালেন বিজেপি নেতার ভাই

নতুন বাইক বা গাড়ি নয়, একেবারে হেলিকপ্টারের 'বাহন পুজো'!

Hyderabad businessman takes helicopter to temple for 'Vahan Pooja'। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 16, 2022 2:17 pm
  • Updated:December 16, 2022 2:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বাইক বা গাড়ি কিনলে পুজো দেওয়ার রীতি এদেশের হিন্দুদের (Hindu) মধ্যে খুবই প্রচলিত। ফুল, সিঁদুর মাখানো গাড়ি-বাইক চারপাশে একটু চোখ মেললেই দেখা যায়। কিন্তু তা বলে হেলিকপ্টার (Helicopter) কিনে ‘বাহন পুজো’? এমনই দৃশ্যের সাক্ষী হল তেলেঙ্গানা (Telenghana)। সেরাজ্যের বিজেপি নেতা বিদ্যাসাগর রাওয়ের ভাই বিরাট ব্যবসায়ী। প্রবল ধনী সেই ব্যক্তি নতুন কেনা হেলিকপ্টারের পুজো দিতে এলেন শ্রীলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।

দেশের অন্যতম দ্রুতগতিতে বাড়তে থাকা পরিকাঠামো নির্মাণকারী সংস্থা প্রতি গ্রুপের মালিক বইনপল্লি শ্রীনিবাস রাও। বিজেপি নেতার ভাই এই প্রবল ধনী ব্যক্তিকেই দেখা গেল সপরিবারে আকাশে হেলিকপ্টার উড়িয়ে মন্দিরে গিয়ে পুজো দিতে।

Advertisement

[আরও পড়ুন: রাতের আকাশে সফল উৎক্ষেপণ অগ্নি-৫-এর, আঘাত হানবে বেজিংয়েও!]

তিনজন পুরোহিত অংশ নেন সেই পুজোয়। তাঁর পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। সকলে মিলে তাঁরা অংশ নেন পুজোটিতে। যা দেখে চমকে গিয়েছেন সবাই। গাড়ি-বাইক নয়, হেলিকপ্টার পুজো দিতে যাওয়ার কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ওই ব্যবসায়ী।

জানা গিয়েছে ওই হেলিকপ্টারের দাম ৫.৭ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ৪৭ কোটিতে। এই বিপুল দামি হেলিকপ্টারটির ‘বাহন পুজো’র ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, লাইটওয়েট রোটোক্র্যাফ্ট H135 অত্যন্ত জনপ্রিয়। এর রক্ষণাবেক্ষণের খরচও বেশ কম। অনেক উঁচুতে উড়তে পারে এই কপ্টার। উড়তে পারে উষ্ণ আবহাওয়াতেও। অন্য হেলিকপ্টারের থেকে অনেক বেশি মাল বইতে সক্ষম এই হেলিকপ্টার।

[আরও পড়ুন: ‘আগামী বছর ৫ শতাংশ আর্থিক বৃদ্ধি হলেও কপাল ভাল’, মোদি সরকারকে তোপ রঘুরাম রাজনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement