Advertisement
Advertisement

Breaking News

দেশলাই বাক্সের ছবিতে কথা বলে ইতিহাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য একটা দেশলাই বাক্স৷  কিন্তু যে গল্প তার ছোট্ট শরীরে লেখা থাকে, তা মোটেও সামান্য নয়৷ বরং ধারাবাহিকতা মেনে সাজালেই যেন মেলে সময়ের ধারাবিবরণী৷ মুক্তিযুদ্ধের ইতিহাসও যেমন ধরা থাকে তার ছোট্ট পরিসরে, তেমনই তা ধরে রাখে সুরাইয়ার অপরূপ সৌন্দর্যের রূপকথাও৷ দেশলাই বাক্সের প্রদর্শনীতে তাই প্রতিবার ফিরে ফিরে আসে সময়ের হারানো সুর৷আরও পড়ুন:পাস্তায় […]

how-matchboxes-tell-the-story-of-indian-culture
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 6:44 pm
  • Updated:October 27, 2018 5:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামান্য একটা দেশলাই বাক্স৷  কিন্তু যে গল্প তার ছোট্ট শরীরে লেখা থাকে, তা মোটেও সামান্য নয়৷ বরং ধারাবাহিকতা মেনে সাজালেই যেন মেলে সময়ের ধারাবিবরণী৷ মুক্তিযুদ্ধের ইতিহাসও যেমন ধরা থাকে তার ছোট্ট পরিসরে, তেমনই তা ধরে রাখে সুরাইয়ার অপরূপ সৌন্দর্যের রূপকথাও৷ দেশলাই বাক্সের প্রদর্শনীতে তাই প্রতিবার ফিরে ফিরে আসে সময়ের হারানো সুর৷

দেশলাইয়ের বাক্স কিন্তু বিজ্ঞাপনের জায়গা নয়৷ তবু দেশের সংষ্কৃতির বিজ্ঞাপন বা মুখপত্র যেন হয়ে আছে এই ছোট্ট বাক্স৷ দশকের পর দশক সময় বদলের ইতিবৃত্ত ছাপা হয়েছে প্রতিটি বাক্সের দেওয়ালে৷ সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সময়ের বিভিন্ন ছাপ দেখা যায় এই দেশলাই বাক্সের অঙ্কণে৷ গৌতম হেমাডে নামের জনৈক দিল্লিবাসীর সংগ্রহে আছে প্রায় ২৫,০০০ দেশলাই বাক্স৷ সম্প্রতি তাঁর সংগ্রহ নিয়ে আয়োজিত এক প্রদর্শনীতে খোজ মিলল সম্র্রাট শাহজাহনের ছবি আঁকা দেশলাই বাক্সও৷ তখনকার বম্বের ‘এ ই ম্যাচেসওয়ালা’ নামে এক সংস্থা বের করেছিল এই ছবিওয়ালা দেশলাই৷

Advertisement

_89901720_89900335

স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ দ্রব্য বর্জনের হিড়িক অক্সিজেন দেয় ভারতীয় দেশলাই শিল্পকেও৷ সেই সময়কার বিভিন্ন দেশলাই বাক্সে তাই ছিল স্বদেশী নেতাদের ছবি৷ টুকরো ঘটনার ছবিতে ধরে রাখা হয়েছে সেই সময়ের সংগ্রামকে৷

_89901759_89901727

দৈনন্দিন ব্যবহারের এই বাক্সটি যেন দৃষ্টিনন্দন হয় সেদিকেও লক্ষ রাখতেন শিল্পীরা৷ তাই সামাজের সেই সব জিনিস উঠে আসত এর গায়ে, যা পছন্দ করেন মানুষরা৷  বেশিরভাগ ক্ষেত্রেই তা তাই গৌরবের গাথা৷ ভারতীয় জাহাজ থেকে রয়েল বেঙ্গল টাইগারের সমাবেশ দেশলাই জুড়ে৷ কখনও থাকে সুন্দর বাচ্চার মুখ, বা পোষ্যের ছবি৷

shivaji

সেইসঙ্গে প্রাধান্য পেয়েছেন নায়ক নায়িকারাও৷ যে সময়ে যে নায়ক বা নায়িকার জমানা চলেছে, জনগণেশের চাহিদা মেনে তিনিই উঠে এসেছেন দেশলাই বাক্সে৷ খেলোয়াড়দের ক্ষেত্রেও সত্যি এই ফর্মূলা৷ দেশলাইয়ের বাক্সে ভারতীয় সংস্কৃতির এই  বিবর্তনের বিবরণ নিয়ে তাঁদের বইয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওয়ারেন ডটজ বা শাহিদ দাতাওয়ালা৷

_89901764_89901762

তাই দেশলাই বাক্স শুধুই জ্বালানির ভাঁড়ারই নয়, আদতে সময়ের খাতে বয়ে আসা সংস্কৃতির বিবর্তনের জ্বলন্ত দলিলও বটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement