Advertisement
Advertisement
ডিম আগলে পাখি মা

ডানা দিয়ে আগলে রাখল ডিম, নেটদুনিয়ায় ভাইরাল মা পাখির সংগ্রামের ভিডিও

ভিডিওটি আপনার মন ছুঁয়ে যাবেই।

How a mother bird protects her egg, the video will touch your heart
Published by: Sucheta Sengupta
  • Posted:December 21, 2019 7:08 pm
  • Updated:December 21, 2019 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের জন্য চরমতম বিপদের সঙ্গে মোকাবিলা করেও জয়ী হওয়ার শক্তি রাখেন একজন মা। তিনি মানুষরূপীই হোন কিংবা পক্ষীরূপী। এই একটি ভূমিকায় স্ত্রী লিঙ্গের সকলেই যেন অভিন্ন। তেমন মায়েরই সংগ্রামের কাহিনি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জমিতে চষে বেড়ানো ট্রাক্টরের চাকা থেকে নিজের প্রস্ফুটিত ডিমকে যেভাবে আগলে রেখেছে পাখি মা, তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

ডিম পেড়েছিল এক চাষের জমিতে। সেখানে পড়েছি ডিম। নির্দিষ্ট সময়ের পর তা দিয়ে শাবককে পৃথিবীর আলো দেখানোর কথা মায়ের। তাই প্রতিদিন পাখিটি নিজের ডিমের অবস্থা দেখে যেত। একদিন সে দেখতে পায়, বিশাল বড় একটি ট্রাক্টর এগিয়ে আসছে ডিমের দিকে। সঙ্গে সঙ্গে ডিম আগলে ট্রাক্টরের পথ রোধ করে দাঁড়ায় সে। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি কৃষক। তিনি ট্রাক্টর থামিয়ে সামনে গিয়ে দেখেন, ব্যাপারটা কী। কেন পাখির এমন প্রতিরোধ? আর তারপরই তাঁর নজরে আসে পাখির দু’পায়ের ফাঁকে, ডানার নিচে লুকিয়ে একটি ডিম। অর্থাৎ ভাবী সন্তানের আশ্রয়টুকু কাউকে কেড়ে নিতে দেবে না সে। বিষয়টি বুঝে কৃষকও তার সহযোদ্ধা হন। পরেরদিন থেকে খুব সাবধানে তিনি জমিতে ট্রাক্টর চালান, যাতে ডিমের কোনও ক্ষতি না হয়।

[আরও পড়ুন: ‘ইউনিকর্ন’-এর পিঠে চড়ে ভ্রমণের স্বপ্ন টিউমার আক্রান্ত খুদের, শখ মেটালেন বন্ধুর মা]

বনদপ্তরের এক আধিকারিক, আইএফএস অফিসার প্রবীণ কাস্বান নিজের টুইটারে পাখির ডিম আগলানোর ভিডিওটি পোস্ট করেন। তিনি লেখেন, ”এটাই মায়ের ভালবাসা। পাখি মা নিজের ডিম এই চাষের জমি থেকে সরিয়ে না নেওয়ার সিদ্ধান্তে অটল। সে দাঁড়িয়ে থেকে ডিম আগলাচ্ছে। আর এই যে কৃষক, যিনি এত সাবধানে নিজের যন্ত্র চালাচ্ছেন, তাঁকেও সাধুবাদ জানাতে হয়।”

তেতাল্লিশ সেকেন্ডের সেই ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মায়ের সংগ্রামের এক অন্য অর্থ খুঁজে পাচ্ছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ মনে করছেন, শাবকের প্রাণরক্ষায় পক্ষী মা যে কোনও বিপদের মোকাবিলা করতে প্রস্তুত, এই ভিডিও আবার তা প্রমাণ করল।

[আরও পড়ুন: মাকে চোখে হারায় খুদে, সন্তানকে ভোলাতে নিজের কাট আউটে বাড়ি ভরালেন তন্বী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement