Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের দীর্ঘতম চুলের অধিকারিণী গুজরাটের এই কিশোরী

চুলের দৈর্ঘ্য কত জানেন?

 Gujarat Girl Sets World Record With 5-Foot, 7-Inch Hair
Published by: Tanujit Das
  • Posted:December 25, 2018 9:29 pm
  • Updated:December 29, 2018 8:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় কথায় অনেকেই বলেন, ‘এক মাথা চুল’৷ কিন্তু গুজরাটের নীলাংশী প্যাটেলের এক মাথা নয়, মাথা থেকে পুরো গোড়লি পর্যন্ত লম্বা চুল৷ যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি৷ বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিণী হিসাবে ইতিমধ্যেই নীলাংশী জয় করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড৷

[মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় গিটার বাজালেন শিল্পী!]

Advertisement

জানা গিয়েছে, প্রায় দশ বছর ধরে চুল কাটেনি গুজরাটের এই মেয়ে৷ কিন্তু কেন? উত্তরে নীলাংশী বলেছে, “আমার যখন ছ’বছর বয়স তখন একটি পার্লারে চুল কাটতে গিয়ে খুবই খারাপ অভিজ্ঞতা হয়৷ পার্লারের কর্মীরা অত্যন্ত বাজে ভাবে আমার চুল কেটে দিয়েছিলেন৷ হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলাম। এরপর থেকেই প্রতিজ্ঞা করি আর চুল কাটব না৷ গত দশ বছর ধরে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছি৷ চুল কাটিনি৷”

[মৃত্যুর মুখ থেকে ফিরেই ফের সাপ উদ্ধারে ছুট পশুপ্রেমী চন্দনের]

চুল বাড়তে থাকলে সমস্যা হয়নি? উত্তরে নীলাংশী জানায়, “আপনাদের মতোই অন্যান্যরাও ভাবে এত লম্বা চুলের জন্য আমার নিশ্চয়ই অনেক সমস্যা হবে৷ কিন্তু সত্যি কথা বলতে কি, আমার কোনও সমস্যাই হয় না। এই লম্বা চুল নিয়ে আমি খেলাধুলো করি এবং অন্যান্য কাজও করি। এই চুল আমার লাকি চার্ম বলতে পারেন।” লম্বা চুলে কী কী স্টাইল করেন? নীলাংশী জানান, “স্টাইল করতে আমার ভালই লাগে৷ এই চুলেই আমি লম্বা বিনুনি করি বা উঁচু করে খোঁপা বাঁধি। আমার পক্ষে আরামদায়ক হয় তা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement