Advertisement
Advertisement
Guava seller's song goes viral in social media

কাঁচা বাদামের পর পেয়ারা, গান গেয়ে ফল বিক্রি করে ফের ভাইরাল বিক্রেতা

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ওই পেয়ারা বিক্রেতা।

Guava seller's song goes viral in social media । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 25, 2022 9:14 pm
  • Updated:February 25, 2022 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম…। সোশ্যাল মিডিয়া নজর রাখলে শোনা যাচ্ছে এই গান। কাঁচা বাদাম জ্বরে ভুগছেন প্রায় সকলেই। বাংলার প্রত্যন্ত এলাকার বাদামকাকু ভুবন বাদ্যকর সকলের মনে যেন ঝড় তুলেছে। সে রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল পেয়ারা বিক্রেতা। বাদাম কাকুর মতোই গান গেয়ে পেয়ারা বিক্রি করলেন তিনি।

Bhuban Badyakar

Advertisement

 

মাত্র ২৭ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একজন বৃদ্ধ পেয়ারা ওজন করছেন। আর তার সঙ্গে গান গেয়ে চলেছেন।


[আরও পড়ুন: ভেঙে পড়ল শেষ প্রতিরোধ! ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ বাহিনী]

পেয়ারা বিক্রেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করামাত্রই ভাইরাল হয়ে যায়। এখন প্রায় সকলেই পেয়ারা বিক্রেতার গানে মজেছেন। বইছে লাইক, কমেন্টসের বন্যা। কেউ কেউ অবশ্য নতুন এই ভিডিওটিকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। তবে নেটিজেনদের একাংশ কিছুটা বিরক্ত। ব্যস আবার রিলস তৈরি করা শুরু হল বলেও কটাক্ষ করেন তাঁরা। তবে কারও কারও কাতর আর্তি, “পেয়ারা বিক্রেতাকেও ভাইরাল করুন।” তবে পেয়ারা বিক্রেতার গান নিয়েও যে নেটিজেনদের উৎসাহের শেষ নেই তা মন্তব্যের ঝড় দেখেই স্পষ্ট।

বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতার গানও ভাইরাল হয়েছে। খ্যাতি মিলেছে। তবে বাদাম কাকুর দাবি খ্যাতি মিললেও, লক্ষ্মীলাভ হচ্ছে না তেমন। তবে বাদাম কাকুর গানের স্বত্ত্ব ৩ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। তার ফলে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি।

Nut-seller

পেয়ারা কাকুর জনপ্রিয়তাও লক্ষ্মীলাভের পথে বাধা হয়ে দাঁড়াবে না তো, সে প্রশ্ন ভাবাচ্ছে অনেককেই।

[আরও পড়ুন: যুদ্ধ থামিয়ে আলোচনায় রাজি রাশিয়া-ইউক্রেন দু’পক্ষই! কিন্তু কোন শর্তে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement