Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

দুজনের হৃদয়ে একই কিশোর, স্বপ্নের মানুষের জন্য রাস্তায় চুলচুলি দুই স্কুলছাত্রীর!

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Girls Throw Punches And Kicks, Drag Each Other By The Hair
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 2, 2025 4:54 pm
  • Updated:January 2, 2025 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুজনের হৃদয়ে একই মানুষ। একজনকেই পছন্দ দুই কিশোরীর! দুজনে আবার একই স্কুলের পড়ুয়া। যে ছেলেটিকে তাদের পছন্দ সেও ওই স্কুলেরই ছাত্র। আর এনিয়েই যত ঝামেলার সূত্রপাত। যা গড়াল হাতাহাতিতে। স্কুল পোশাকেই রাস্তায় মারামারি শুরু করে দেয় তারা। কিল-চড়-ঘুষি কোনও কিছুই বাদ যায়নি। সোশাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।

জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের বাঘপাত এলাকার আমিনগর সরাই শহরের। স্থানীয়রা জানান, ওই দুই কিশোরী একই স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করে। দুজনেই একই কিশোরের প্রেমে পড়েছে। কিন্তু ওই ছেলেটি কারও সঙ্গেই সম্পর্কে নেই। কয়েকদিন আগেই নিজেরা সেটা জানতে পারে। সেই থেকেই একে ওপরের উপর রাগে ফুঁসছিল তারা। কেউ মনের মানুষকে ছেড়ে দিতে রাজি নয়। তাই মঙ্গলবার স্কুলের সামনেই দুজনে ঝামেলায় জড়িয়ে পড়ে। ঝগড়া করতে করতে হাতাহাতিতে জড়ায়।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মাঝরাস্তায় রীতিমত চুলচুলি করছে দুজন। কিল-চড়-লাথি কোনও কিছুই বাদ নেই। সেই সময় রাস্তা দিয়েই যারা যাচ্ছিল এমন কাণ্ড দেখে থমকে দাঁড়িয়ে পড়ছিল। সেখান থাকা অন্য স্কুলছাত্রীরা তাদের আটকানোর অনেক চেষ্টা করছিল। কিন্তু কোনও লাভ হয়নি। চুল ধরে টানাটানি করতে করতে দুজনে রাস্তায় শুয়েও পড়ে। কিন্তু মারপিট থামেনি। এই ভিডিও স্থানীয় থানার নজরেও এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement