সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বাবা-মা ব্যস্ত ছিল সঙ্গে থাকা ব্যাগগুলির দিকে খেয়াল রাখতে। এই সুযোগে ব্যাগেজ স্ক্যানারে ঢুকে পড়ে পাঁচ বছরের একরত্তি মেয়ে। বিষয়টি দেখতে পেয়ে চোখ কপালে ওঠে সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীদের। শেষ পর্যন্ত সবার চিন্তার অবসান ঘটিয়ে অক্ষত অবস্থাতেই স্ক্যানারের বাইরে বের হয়ে আসে ছোট্ট ওই শিশুকন্যা। হতবাক করা এই ঘটনাটি ঘটেছে পূর্ব চিনের শানডং প্রদেশের জিনান এলাকার একটি রেল স্টেশনে।
চিনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই পুঁচকে মেয়েটির বাবা-মা তাকে নিয়ে ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছিলেন। স্টেশনে পৌঁছানোর পর তাঁরা যখন ব্যাগগুলি সামলাতে ব্যস্ত ঠিক তখনই নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ব্যাগেজ স্ক্যানারের একদিক দিয়ে মেশিনের ভিতরে ঢুকে পড়ে মেয়েটি। আর তিন সেকেন্ড বাদে বাইরে বেরিয়ে আসে। বিষয়টি মনিটরে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন ওখানে থাকা নিরাপত্তাকর্মীরা। এইটুকু সময়ের মধ্যেই হার্টবিট যেন স্তব্ধ হয়ে গেছিল তাঁদের। তাই মেয়েটি বাইরে বের হয়ে আসতেই স্টেশনে থাকা রেলওয়ে আধিকারিকরা ঘিরে ধরেন তার বাবা-মাকে। এক আধিকারিককে বলতে শোনা যায়, দয়া করে আপনাদের সন্তানকে বোঝান যে ওই মেশিনটি শুধুমাত্র ব্যাগ চেকিংয়ের জন্য। সেখানে থাকা পুলিশকর্মীরা তাঁদের সন্তানের দিকে নজর দেওয়ার পরামর্শও দেন।
শুধু ব্যাগেজ স্ক্যানারে ঢোকাই নয় রেলওয়ে স্টেশনে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, স্ক্যানারে ঢোকার কিছুক্ষণ আগে বাবা-মায়ের অন্যমনস্কতার সুযোগে কনভেয়ার বেল্টে উঠেও লাফাচ্ছিল মেয়েটি।
বিষয়টি শুনে অবাক লাগলেও এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে অক্টোবর মাসে চিনের গুয়ানডং প্রদেশের একটি রেল স্টেশনে এভাবেই পরিবারের সদস্যদের অন্যমনস্কতার সুযোগে ব্যাগেজ স্ক্যানারের কনভেয়ার বেল্টে উঠে পড়ে এক নাবালক। ফেব্রুয়ারিতেও চিনের অন্য একটি রেল স্টেশনের ব্যাগেজ স্ক্যানারে ঢোকার দাবি জানায় এক মহিলা। সঙ্গে থাকা হাতব্যাগ যাতে চুরি না হয়ে যায় তার জন্যই তিনি এই অদ্ভুত দাবি করেন বলে জানা গেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.