সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ভেবেছিলেন, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। হ্যাঁ, চিঠির শেষে পরিচয় গোপন রাখলেও, চিঠির বক্তব্য থেকে কিন্তু একটুও সরলেন না তিনি। বরং চ্যানেল কর্তৃপক্ষকে সাফ জানালেন, কবে ঠিক বন্ধ হবে ‘সূর্যবংশম’ দেখানো!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সেটম্যাক্স চ্যানেলে প্রত্যেক রবিবারই দেখানো হয় অমিতাভ বচ্চনের সূর্যবংশম। এই ছবি বার বার দেখে দেখে ক্লান্ত এক দর্শক। শেষমেশ, এতটাই বিরক্ত হলেন তিনি, যে চ্যানেলকে লিখে ফেললেন চিঠি। চিঠিতে দর্শক স্পষ্ট লিখলেন, “আপনার চ্যানেলের সৌজন্যে হীরা ঠাকুর এবং তাঁর পরিবারকে নিজেদের পরিবারের থেকেও বেশি জেনে গিয়েছি। ওদের সম্পর্কে সব জানি। স্বপ্নের মধ্য়েও এই ছবির সংলাপ আওড়াতে পারব। আমি জানতে চাই, আর কত বার এই ছবি সম্প্রচার করার পরিকল্পনা করেছে চ্যানেল? বার বার একই ছবির প্রদর্শন আমার মানসিক শান্তি বিঘ্নিত করলে সেই দায় কে নেবে? আমার একান্ত অনুরোধ, এই অভিযোগকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সমাধান করা হোক।”
এই চিঠি চ্যানেল কর্তৃপক্ষদের হাতে পড়তেই হইচই পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই চিঠিও। এই দর্শকের সঙ্গে একমত নেটিজেনরাও। বহু মানুষ টুইট করে সমর্থনও জানিয়েছেন। সবারই একটাই বক্তব্য, কবে থেকে বন্ধ হবে সূর্যবংশম ছবি দেখানো! তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মতামত জানানো হয়নি চ্যানেল কর্তৃপক্ষর কাছ থেকে। বরং চিঠিটা পেয়ে একেবারেই নীরব।
১৯৯৯ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ছবি সূর্যবংশম। এই ছবিতে অভিনয় করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সৌন্দর্য, অনুপম খেরের মতো তারকারা। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি। তবে সেট ম্যাক্সের কল্যাণে এই ছবি এখন প্রত্যেক উইকএন্ডে দেখে দেখে ক্লান্ত সিনেপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.