Advertisement
Advertisement

Breaking News

BJP MLA

বাস্তবের ‘দশভি’! দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে তাক লাগালেন প্রাক্তন বিজেপি বিধায়ক

তবে তিনটি বিষয়ে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়ায় সামান্য মন খারাপ তাঁর।

Former Bareilly BJP MLA clears UP Board exam | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 25, 2023 7:58 pm
  • Updated:April 25, 2023 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক বচ্চনের ‘দশভি’ ছবির কথা মনে আছে? বেশি বয়সে জেলের মধ্যে লেখাপড়া করেই দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেছিলেন নায়ক। আর বাস্তবের মাটিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন উত্তরপ্রদেশের বারেলির প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেশ মিশ্র।

মঙ্গলবার প্রকাশিত হয়েছে উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। রাজেশ মিশ্র, যিনি এলাকায় পাপ্পু ভার্তোল নামে পরিচিত। তিনিই সেকেন্ড ডিভিশন নিয়ে পাশ করেন। স্বাভাবিক ভাবেই নিজের সাফল্যে খুশি তিনি। প্রতিদিন রাতে ২ ঘণ্টা আর সকালে কয়েক ঘণ্টা পড়াশোনা করতেন। তবে তিনটি বিষয়ে প্রত্যাশার তুলনায় কম নম্বর পাওয়ায় সামান্য মন খারাপ তাঁর। জানিয়েছেন, তিন বিষয়ের নম্বর আরও একবার খতিয়ে দেখার আবেদন জানাবেন তিনি। শুধু তাই নয়, যদি স্ক্রুটিনিতে নম্বর না বাড়ে, তাহলে আদালতের দ্বারস্থও হবেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি করায় ‘একঘরে’, প্রতিবাদে ভারতের পতাকা হাতে গড়াগড়ি দিয়ে জেলাশাসকদের দপ্তরে পরিবার!]

পাপ্পু ভার্তোলের এলাকায় এ খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন তাঁর অনুগামীরা। তাঁকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান প্রত্যেকে। অনেকে প্রশংসা করে বলেন, এই সময় অনেক মানুষই শান্তি আর আরাম বেছে নেন। কিন্তু তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করলেন ইচ্ছে থাকলে সবই সম্ভব। নিজের কাজ দিয়েই সমাজকে শিক্ষার বার্তা দিলেন রাজেশ মিশ্র। আর হয়ে উঠলেন বাস্তবের ‘দশভি’।

উল্লেখ্য, এর আগে ৮৭ বছর বয়সে এসে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করেছিলেন হরিয়ানার (Haryana) প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা (Om Prakash Chautala)। অশীতিপর বৃদ্ধের ইচ্ছেশক্তি চমকে দিয়েছিল সকলকে। বয়স যে স্রেফ সংখ্যা, সেটাই নিজের সাফল্য দিয়ে প্রমাণ করেছিলেন ওমপ্রকাশ।

[আরও পড়ুন: মাদক, বন্দুক, যৌনতায় ভরা ‘সাঁস বহু অউর ফ্লেমিঙ্গো’র ট্রেলার, দুর্ধর্ষ ডিম্পল-রাধিকারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement