সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের পোশাক নিয়ে আলোচনা করেন না এমন পুরুষ বোধহয় নেই৷ বিভিন্ন মহলেই কমবেশি মহিলাদের পোশাক নিয়ে আলোচনা হয়েই থাকে৷ ছোট পোশাক নিয়ে কুমন্তব্য শুনতে হয়েছে অনেক মহিলাকে৷ শ্লীলতাহানিও নতুন কিছু বিষয় নয়৷ তাতে কারণ হিসাবে উঠে আসে সহকর্মী বা বসের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগও৷ সেক্ষেত্রে অনেক সময় চাকরিও হারাতে হয় ওই মহিলা কর্মীকে৷ কিন্তু আলবার্তায় এক মহিলার সঙ্গে কর্মক্ষেত্রে যা ঘটল, তা শুনলে অবাক হয়ে যাবেন৷
ওই মহিলা ভালই কাজ করেন৷ কাজের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না৷ অন্যান্য সহকর্মীদের তুলনায় যথেষ্টই দক্ষ তিনি৷ অফিসেও আসেন নির্দিষ্ট সময়ে৷ নিয়মকানুনও মানেন যথেষ্টই৷ কিন্তু সমস্যা এক জায়গাতেই৷ অন্তর্বাস পরতে ভাল লাগে না তাঁর৷ মহিলার দাবি, অন্তর্বাস পরলেই অস্বস্তি হয়৷ অস্বস্তি লাগলে কি কোনও কাজে মন লাগে? তাই হাজারও ভাবনাচিন্তার পর অন্তর্বাস পরাই ছেড়ে দিয়েছেন ওই মহিলা৷ সে বছর দুয়েক আগের কথা৷ তারপর থেকে ধোপদুরস্ত পোশাক পরে অফিস যান ঠিকই৷ কিন্তু অন্তর্বাস নৈব নৈব চ!
আর এই নিয়ে সমস্যা তৈরি হল অফিসে৷ অফিসের বস প্রায়ই লক্ষ্য করে ওই মহিলা পোশাক পরেন ঠিকই৷ কিন্তু অন্তর্বাস পরেন না তিনি৷ একদিন যায়, দু’দিন যায়৷ পোশাকে কোনও পরিবর্তন নেই৷ অন্তর্বাস ছাড়াই দিব্যি অফিস চলে আসেন ওই মহিলা৷ শেষে রেগেমেগে কর্মীকে কড়া হুঁশিয়ারি দিলেন তিনি, এই অফিসে কাজ করতে গেলে, অবশ্যই পরতে হবে অন্তর্বাস৷ কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরিও খোয়াতে হয় ওই মহিলাকে৷অবশ্য মহিলাও চুপ করে বসে থাকেন নি। পালটা দিয়েছেন তিনিও। মানবাধিকার কমিশনে তাঁর বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.