সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলচিল মৎস্য দপ্তরের প্রদর্শনী। কৃত্রিম জলাশয় তৈরি করে রাখা হয়েছিল বিভিন্ন ধরনের মাছ। বিশেষ এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করে চলে যান। আসল গোল বাঁধে তার পরই। মুহূর্তের মধ্যে মৎস্য প্রদর্শনী বদলে যায় সার্কাসে! কৃত্রিম জলাশয়ে থাকা মাছগুলোর উপর হামলে পড়েন সেখানে থাকা লোকজন। যে যত পারেন মাছ লুঠ করে নিয়ে পালিয়ে যান। আর শুধু নিরব দর্শকের মতো তাকিয়ে দেখেন মৎস্য দপ্তরের আধিকারিকরা। সমস্ত কিছু দেখে মাথায় হাত পড়ে তাঁদের। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
শুক্রবার ঘটনাটি ঘটে বিহারের সাহারসায়। মৎস্য দপ্তরের তরফে আয়োজন কা হয়েছিল একটি ফিশ এগজিবিশনের। অনুষ্ঠানের উদ্বোধনে আসেন নীতীশ কুমার। তিনি ফিতে কাটার পর ঘুরে দেখেন গোটা প্রদর্শনী। জনগণের দেখার জন্য একটি বায়োফ্লক ট্যাঙ্কে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল। কিন্তু নীতীশ কুমার বেরিয়ে যেতেই গোটা প্রদর্শনী অন্য রূপ নেয়। বায়োফ্লক ট্যাঙ্কে ঝাঁপিয়ে পড়েন সকলে। মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু হয় রীতিমত। দেখলে মনে হবে যেন নীতীশ কুমার যাওয়ারই অপেক্ষা করছিলেন সকলে।
গোটা ঘটনায় ক্ষুব্ধ মৎস্য দপ্তর। এক আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীর জন্য এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। ক্ষতিই হয়ে গেল বিস্তর। মাছ তো লুঠ হয়েছে। শুধু তাই নয় বায়ো ট্যাঙ্কটিও ভেঙে গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ভিডিও থেকে একজন মন্তব্য করেন, ‘সরকারি মাছ তাই নীতীশ কুমার যেতেই সবাই লুঠ করছে।’ এই ঘটনায় ফের একবার শিরোনামে উঠে এসেছে বিহার।
‘Sarkari Fish’ looted by people as soon as CM Nitish Kumar left the exhibition venue.
![]()
pic.twitter.com/V8PItPpsS4
— Cow Momma (@Cow__Momma) September 21, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.