Advertisement
Advertisement

Breaking News

Kerala

৩ দিন ধরে পুরুষাঙ্গে আটকে লোহার রিং! রোগীর প্রাণ বাঁচাতে দমকলকে ফোন হাসপাতালের, তারপর…

কীভাবে রিংটি গোপনাঙ্গে আটকে গেল?

Firefighters Removed Iron Washer Stuck In Man's Private Part In Kerala
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 28, 2025 12:37 pm
  • Updated:March 28, 2025 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমকল বিভাগের কাজ শুধু আগুন নেভানো বা বিপর্যয় মোকাবিলা করা নয়। চিকিৎসাক্ষেত্রেও যে তাদের থেকে সাহায্যের প্রয়োজন পড়ে তার উদাহরণ কেরলের এই ঘটনা। ৩ দিন ধরে এক ব্যক্তির পুরুষাঙ্গে আটকে ছিল একটি লোহার মোটা রিং। যা চিকিৎসকদের পক্ষে বের করা প্রায় দুষ্কর হয়ে পড়েছিল। তখনই তাঁদের ত্রাতা হয়ে আসেন দমকলকর্মীরা। যাঁদের সহায়তার এই জীবনে রক্ষা পেলেন ওই ব্যক্তি।

জানা গিয়েছে, এই ঘটনা কেরালার কানহাঙ্গাড জেলা হাসপাতালের। গত ২৫ মার্চ গোপনাঙ্গে অসহ্য ব্যথা ও অস্বাভাবিক ফোলাভাব নিয়ে সেখানে আসেন ৪৬ বছরের এক ব্যক্তি। তিনদিন ধরে লোহার ওয়াশার বা রিং আটকে থাকার কারণে তিনি প্রস্রাব করতে পারছিলেন না। এই আশঙ্কাজনক অবস্থায় রোগীর জীবন বাঁচাতে চিকিৎসকরা দমকলের দ্বারস্থ হন। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন ৫ দমকলকর্মী। এরপর চিকিৎসকরা রোগীকে অ্যানাস্থেশিয়া করে অজ্ঞান করে দেন। তারপর অত্যন্ত সতর্কভাবে দমকলের ওই বিশেষ দলটি দু’ঘণ্টার চেষ্টায় রিং কাটার দিয়ে ওয়াশারটি বের করেন।

Advertisement

এনিয়ে কানহাঙ্গাড স্টেশনের দমকল বাহিনীর অফিসার পি.ভি. পবিত্রন জানান, “গত ২৫ মার্চ চিকিৎসকদের কাছ থেকে আমরা একটা ফোন পাই। তাঁরা জানান রোগীর অবস্থা গুরুতর, তাড়াতাড়ি সাহায্যের প্রয়োজন। এটা খুব জটিল কাজ ছিল। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর আমরা ওই ব্যক্তির পুরুষাঙ্গ থেকে লোহার রিংটি বের করে আনি।” কিন্তু কীভাবে রিংটি গোপনাঙ্গে আটকে গেল? দমকলকর্মীরা এই প্রশ্ন করলে উত্তরে ব্যক্তি জানান, তিনি মদ্যপ ছিলেন। তখনই কেউ তাঁর গোপনাঙ্গে ওই রিং পরিয়ে দেয়। যদিও তাঁর এই দাবি মানতে রাজি নন চিকিৎসকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement