সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ ধরণীতে নানা বিস্ময়কর ঘটনা ঘটে। কিন্তু কিছু ঘটনা একটু বেশিই অবাক করার মতো। যা দেখে-শুনে বিশ্বাস করাই কঠিন হয়। ঠিক তেমনই একটি ঘটনার সাক্ষী অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম। এ গ্রামের মহিলাদের নাকি দিনের আলোয় নাইটি পরার অনুমতি নেই! অবাক লাগার মতোই ঘটনা। কিন্তু এক্কেবারে খাঁটি সত্যি।
এ যেন এক ‘অভিশপ্ত নাইটি’র কাহিনি! তবে একটু অন্যরকম। গত ন’মাস ধরে অন্ধ্রের পশ্চিম গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামে দিনের বেলা মহিলাদের নাইটি পরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু কেন? আসলে গাঁয়ের কয়েকজন প্রবীণ এই আজব নিয়মের জন্ম দিয়েছেন। তাঁদের মতে, নাইটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে পোশাকটি দিনের কোন সময়ের জন্য তৈরি। আর তাই নাইট অর্থাৎ শুধুমাত্র রাতেই এই পোশাক পরিধানের অনুমতি রয়েছে মহিলাদের। তা সে কোনও মহিলা দিনভর নাইটি পরে স্বাচ্ছন্দ্য অনুভব করলেও কিছু করার নেই। প্রবীণ মোড়লদের নিয়ম মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই। কারণ না মানলেই শাস্তি খাঁড়া নেমে আসবে।
একটি ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রামের ন’জন প্রবীণ মিলে একটি কমিটি তৈরি করেন। যাতে রয়েছেন মহিলাও। তাঁরাই আলোচনার মাধ্যমে এমন অদ্ভুত সিদ্ধান্ত নেন। জানিয়ে দেওয়া হয়, কোনও মহিলাকে দিনে নাইটিতে দেখলে রীতিমতো মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে তাঁকে। আজ্ঞে হ্যাঁ। বিষয়টি এতটাই গম্ভীর সে গ্রামে। কমিটির তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে সন্ধে সাতটার মধ্যে কাউকে এই পোশাকে দেখা গেলে দু’হাজার টাকা জরিমানা করা হবে। এখানেই শেষ নয়, যে ব্যক্তি এমন মহিলাকে ধরিয়ে দিতে পারবেন, তাঁকে আবার পুরস্কার হিসেবে এক হাজার দেওয়া হবে। আজ্ঞে হ্যাঁ, এমনই নিদান এই গ্রামের। আর সত্যিই যদি কোনও মহিলা ধরা পড়েন, তাহলে মোড়লদের নির্দেশে সমাজ তাঁকে একঘরে করে ছাড়ে। তাই সচরাচর এমন ভুলটি কেউই করতে চান না।
গত ন’মাস ধরে এমন নিয়ম চালু থাকলেও গত বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসে। রেভিনিউ আধিকারিকরা পরিদর্শনে গিয়ে এই তথ্য আবিষ্কার করেন। বিষয়টি আধিকারিকদের কাছে গোপন রাখারই চেষ্টা করা হয়েছিল। যদিও তাঁরা সবটাই জানতে পারেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে। কিন্তু কেন এমন নিদান? গাঁয়ের মোড়ল ফান্তাসিয়া মহালক্ষ্মী জানান, নাইটি পরে মহিলাদের প্রকাশ্যে জামা-কাপড় কাচা থেকে বাজার করতে যাওয়ার বিষয়টি বেশ দৃষ্টিকটু। সেই কারণেই এমন সিদ্ধান্ত। তবে গ্রামের নারীদের যে এর জন্য রীতিমতো হুমকির মুখে পড়তে হয়, সে কথা অস্বীকারই করেছেন তিনি। কিন্তু নিজে একজন মহিলা হয়ে কীভাবে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা বুঝে উঠতে পারছেন না কেউই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.