Advertisement
Advertisement

‘বালিতে’ মিশল সম্মান! ৭ কোটির ফেরারিকে উদ্ধারে গরুর গাড়ি, ভাইরাল ভিডিও

সৈকতের নরম বালিতে আটকে যায় গাড়ির চাকা।

Ferrari stuck in beach sand rescued by a bullock cart in Maharashtra
Published by: Kishore Ghosh
  • Posted:January 1, 2025 5:45 pm
  • Updated:January 1, 2025 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেরারি যখন নিজেই সওয়ারি! মহারাষ্ট্রের রেভদণ্ড সৈকতে চরম কাণ্ড ঘটল। সাত কোটির অত্যাধুনিক গাড়ি আটকালো বিচের বালিতে। হাজার চেষ্টার পরেও ‘নট নড়নচড়ন’। শেষ পর্যন্ত বিলাসবহুল ফেরারির রক্ষাকর্তা হল একটি গরুর গাড়ি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কাণ্ড দেখে হেসে কুল পাচ্ছে না নেটিজেনরা।

মুম্বইয়ের কাছেই রয়েছে আলিবাগের রেভদণ্ড সমুদ্র সৈকত। এদিন সেখানে পিকনিক করতে গিয়েছিলেন দুই পর্যটক। বিলাসবহুল ইতালীয় স্পোর্টস কার চালিয়ে সৈকতের পিকনিকে যোগ দিতে এসেছিলেন তাঁরা। এতেই হয় বিপত্তি। সৈকতের নরম বালিতে গাড়ির চাকা আটকে যায়। স্টার্ট দিয়ে গতি, বাড়িয়ে-কমিয়ে কিছুতেই গাড়ি নড়ানো যাচ্ছিল না।

Advertisement

এরপরেই দেশি জুগারের খোঁজ পড়ে। সৈকতেই ছিল একটি গরুর গাড়ি। ফেরারিকে ঘরে ফেরাতে সেটিকে কাজে লাগানো হয়। গরুর গাড়ির পিছনে দড়ি বেঁধে টানা হয় গাড়িটিকে। তাতেই নরম বালি থেকে উদ্ধার হয় চাকা। গোটা কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এই ভিডিও দেখে হেসে কুল পাচ্ছে না নেটদুনিয়া। এক ব্যক্তি রসিকতার সুরে মন্তব্য করেছেন, “এতদিন ধরে টাকা জমিয়েছিলাম একটা ফেরারি কিনব বলে, এখন দেখছি সেটা না কিনে একটা গরুর গাড়ি কেনাই ভালো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement