Advertisement
Advertisement
Offbeat

আহত ছেলের দিকে ছুটে আসছে উন্মত্ত ষাঁড়, জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন বাবা, তারপর… 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

Father Saves his Son From Raging Bull In Texas | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 3, 2022 5:16 pm
  • Updated:March 3, 2022 5:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ পৃথিবীর একমাত্র সত্যি ভালোবাসা নাকি সন্তান স্নেহ। তাও আবার কেবলমাত্র মায়ের দিক থেকে সন্তানের প্রতি ভালবাসা। এমনটাই মনে করা হয়। এই সত্যিকেই চ্যালেঞ্জ করলেন মার্কিন (USA) নাগরিক এক পিতা। জীবন বাজি রেখে উন্মত্ত ষাঁড়ের হাত থেকে আহত ছেলেকে বাঁচালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রোম খাঁড়া করা সেই ভিডিও। পিতার অপত্য স্নেহকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়া।

ঘটনাটি আমেরিকার টেক্সাসের (Texas)। বছর আঠারোর ছেলে কডি হুকস নেমেছিলেন বুল ফাইট (Bull Fight) অর্থাৎ কিনা ষাঁড়ের লড়াইয়ের রিংয়ে। মাতাদো হিসেবে তার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, ষাঁড়ের পিঠে চেপে ময়দানে নামা মাত্র কডিকে পিঠ থেকে ফেলা দেয় ষাঁড়টি। মাটিতে পড়া মাত্র বেহুঁশ হয়ে পড়েন কডি। দ্রুত দু’তিনজন অভিজ্ঞ মাতাদো ছুটে গিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও বাগে আনা যাচ্ছিল না। সে উলটে মাটিতে পড়ে থাকা আহত কডির দিকে লাফাতে লাফাতে এগিয়ে আসছিল। যা দেখামাত্র দর্শক আসন থেকে রিংয়ে ঝাঁপিয়ে পড়েন পিতা। বছর চল্লিশের ল্যান্ডিস হুক।

Advertisement

[আরও পড়ুন: আবার যুদ্ধ হবে, থামাতে পারবেন না বাইডেন! ভবিষ্যদ্বাণী ট্রাম্পের]

শুরুতে ছেলের চোট বোঝার চেষ্টা করেন ল্যান্ডিস। কিন্তু এর মধ্যে ষাঁড়টি কাছাকাছি চলে আসে। তা বুঝতে পেরেই সন্তানকে আগলে উপুর হয়ে শুয়ে পড়েন ল্যান্ডিস, যাতে করে উন্মত্ত ষাঁড়ের আক্রমণের ঝড় তার উপর দিয়ে যায়, কোনওভাবেই ক্ষতি না হয় কডির। তাই হয়। ষাঁড়টি ল্যান্ডিসের কাঁধে ও পিঠে বিরাট সিং দিয়ে আক্রমণ চালালেও দ্বিতীয়বার ছুঁতে পারেনি কডিকে।

তবে দু’জনেই এখন ভাল আছেন। এদিকে বাবার কীর্তির ১৯ সেকেন্ডের ভিডিও ছেলে শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। দ্রুত ভাইরাল হয়েছে যা। বাবা ল্যান্ডি হুকসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটিজেনরা। সকলেই বলছেন, একেই বলে বাবা, ছেলের বিপদ দেখে দ্বিতীয়বার ভাবেননি, জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন উন্মত্ত ষাঁড়ের সামনে। একজন লিখেছেন, “একজন বাবা তাঁর ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত!” অপর নেটাগরিক কডিকে উদ্দেশ্য করে লেখেন, “তোমার বাবা একজন কিংবদন্তি।” ভয়ংকর ওই মুহূর্ত নিয়ে খোদ ল্যান্ডিস কী বলেছেন?

ল্যান্ডিস বলেন, “আমি ওই সময় খুব বেশি কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। মাথা ফাঁকা হয়ে গিয়েছিল! কেবল নিশ্চিত করতে চেয়েছিলাম, ষাঁড়টি যেন কোনওমতে ছেলেকে দ্বিতীয়বার আক্রমণ না করতে পারে।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement