Advertisement
Advertisement

Breaking News

কেক

অনলাইন শপিং সাইট থেকে এল জন্মদিনের কেকও! স্বামীর কীর্তিতে অবাক স্ত্রী

স্ত্রীর ভাল লাগাকে প্রাধান্য দিয়েই এমন অভিনব ভাবনা ওই ব্যক্তির৷

Emily McGuire's witty husband surprised his wife with a custom cake
Published by: Sayani Sen
  • Posted:July 27, 2019 3:16 pm
  • Updated:July 27, 2019 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী ছাড়া আর কেউই নেই মার্কিন নাগরিকের৷ সহধর্মিণীকে ভাল রাখার জন্য তাই প্রতিদিন কিছু না কিছু পরিকল্পনা করেন তিনি৷ স্ত্রী’র জন্মদিন বলে কথা, আর ওইদিন কোনও নতুনত্ব থাকবে না, তা তো হতে পারে না৷ সঙ্গিনীকে এক্কেবারে চমকে দিতে মার্কিন নাগরিক ব্র্যাড যা করলেন, তা দেখে অবাক সকলেই৷ হেসে খুন মহিলাও৷

স্ত্রীর ভাললাগা নিয়ে বড্ড বেশি চিন্তিত চল্লিশ পেরনো ব্র্যাড৷ আর জন্মদিনের মতো বড় একটা উপলক্ষ, তার গ্র্যান্ড সেলিব্রেশনের সুযোগ কি ছাড়া যায়? তাই ফি বছর বেশ বড় করেই পালন করেন তিনি৷ বাড়িতে বন্ধুবান্ধবদের আনাগোনা, উপহার বিনিময়, কেক কাটা, খাওয়াদাওয়া নতুন কিছুই নয়৷ কিন্তু বছরের পর বছর একইভাবে জন্মদিন পালন যেন কিছুটা ক্লিশে হয়ে গিয়েছিল৷ তাই স্বামী-স্ত্রী দুজনেই ভেবেছিলেন, ৩৯তম জন্মদিনটা হোক এক্কেবারে অন্যরকম৷

Advertisement

[আরও পড়ুন: স্কুলের তালা ভেঙে স্রেফ মশলা চুরি! ধারাবাহিক লুটপাঠের তদন্তে নেমে অবাক পুলিশ]

কিন্তু কীভাবে স্ত্রীকে চমক দেবেন, এই চিন্তাতেই দিনরাতের হিসাব প্রায় ভুলে গিয়েছিলেন ব্র্যাড৷ আচমকাই তাঁর মনে পড়ে গৃহকর্ত্রী ইদানীং বাড়িতে বসে কেনাকাটি করতেই বেশি ভালবাসেন৷ দিনরাত তিনি স্মার্টফোনে অনলাইন শপিং সাইটের দিকে নজর রাখছেন৷ শুধু তাই নয়, পোশাক থেকে ব্যাগ কিংবা লিপস্টিক বহু জিনিসপত্র কিনবেন ভেবে ‘অ্যাড টু কার্ট’ অপশনেও রেখেছেন৷ তাই স্ত্রীর এই ভাল লাগাকে প্রাধান্য দিয়েই অনুষ্ঠানে বদল আনবেন বলে পরিকল্পনা করেন স্বামী৷

ব্যস, যেমন ভাবনা তেমন কাজ৷ সোজা তিনি চলে যান কেকের দোকানে৷ ওই বিপণীর মালিককে অনুরোধ করেন আমাজনের প্রাইম প্যাকেজের আদলেই তৈরি করে দিতে হবে কেক৷ বেশ খানিকটা ভাবনাচিন্তার পর রাজি হয়ে যান দোকান মালিক৷ স্ত্রীর জন্মদিনে সুন্দর করে কেক সাজান তিনি৷ তার উপরে লাগান মোমবাতিও৷ নির্দিষ্ট দিনে বড়সড় আমাজানের প্যাকেট বাড়ির দোরগোড়ায় পৌঁছতেই ওই মহিলা অবশ্য অবাক৷ তিনি ভাবছেন, আমাজনের প্রাইম প্যাকেজের মধ্যে হয়তো কোনও পছন্দসই জিনিস উপহার হিসাবে রেখেছেন স্বামী৷ কিন্তু মুহূর্তের মধ্যেই বুঝতে পারেন, এ ভাবনা ভুল৷ আসলে উপহার নয়, পুরোটাই কেক৷ স্বামীর অভিনব ভাবনায় চমকে ওঠেন স্ত্রী৷

[ আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নিজের মৃত্যুর ভুয়ো খবর! লাগাতার শোকবার্তায় অতিষ্ঠ সংবাদকর্মী]

কেকের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই মহিলা৷ স্বামীর কীর্তি ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ যে দেখছেন, সেই এমন অভিনব ভাবনার তারিফ করছেন৷

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

When you order a lot from Amazon..you get an Amazon box cake. . . . #amazon #birthdaycake #i❤️amazon #hubbydidgood #photo #instagood #pictures #present

A post shared by Emily (@emily_mcguire_photography) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement