সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এসেছিল লখনউয়ের (Lucknow) এক তরুণীর কীর্তি। নিজের ভুল থাকলেও ওই তরুণী মারধর করে এক ক্যাব চালককে। পরে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ওই ক্যাবচালকের পাশে দাঁড়িয়েছে। তরুণীকে গ্রেপ্তারির দাবি তোলেন নেটিজেনরা। এই অবস্থায় এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল পুনের এক তরুণীর ভিডিও। যেখানে মদ্যপ অবস্থায় ওই তরুণী ব্যস্ত রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খেলেন। পাশ থেকে গাড়ি চলে যাচ্ছে, তাও যেন তাঁর কোনও ভ্রূক্ষেপ নেই।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি মহারাষ্ট্রের (Maharasthra) পুনের (Pune) হীরাবাগ চকের তিলক রোডের। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই বড় রাস্তার মাঝে বসে পড়েন ওই তরুণী। সেসময় তাঁর পরনে ছিল লাল রংয়ের টপ এবং কালো জিনস। চারিদিক থেকে গাড়ি ছুটে যাচ্ছে, আর তার মাঝেই বসে ওই তরুণী কখনও শুয়ে পড়ছেন। কখনও আবার বসে থাকছেন, আবার কখনও রাস্তার মাঝেই তাঁকে কসরত করতেও দেখা যায়। স্পষ্টই বোঝা যায়, ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। আর সেকারণেই নেশার চোটে মাঝরাস্তায় ওই কাণ্ড ঘটাচ্ছিলেন।
এই সময় পাশ থেকে যাওয়া পথচলতি অনেকেই ওই মহিলাকে সাবধান করেন। এমনকী গাড়ির সওয়াররাও তাঁকে সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু কারওর কথাই তিনি শুনছিলেন না। এরপরই স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। আর পুলিশকে দেখেই সেখান থেকে আচমকাই উঠে চলে যায় ওই তরুণী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই কীর্তির ভিডিও। অনেকেই তাঁর সেই কাজের সমালোচনা করেছেন। এই প্রসঙ্গে Swargate পুলিশ স্টেশনের আধিকারিক জানান, “রাত ১১টা নাগাদ আমরা ফোন পাই হীরাবাগ এলাকায় এক তরুণী নেশার চোটে রাস্তায় মাতলামি করছেন। কিন্তু পুলিশকে আসতে দেখেই ওই তরুণী সেখান থেকে চলে যান।” তবে এই ঘটনায় কোনও মামলা দায়ের করা হয়নি। এমনটাই জানান তিনি।
पुण्यात मद्यधुंद तरुणीचा हंगामा, टिळक रस्त्यावरील हिराबाग चौकात रस्त्यावर झोपून वाहतूक अडवण्याचा प्रयत्न pic.twitter.com/GgfoHlf0jo
— Anish Bendre (@BendreAnish) August 4, 2021
A drunk girl in Pune sitting in the middle of the road
Video from @IndiaToday pic.twitter.com/7DTiIV9JEs— Varun Bahl
(@bahl65) August 4, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.